promotional_ad

বর্ষসেরা হলেন স্মিথ

promotional_ad

পুরো বছরের পারফর্মেন্সের ভিত্তিতে প্রতি বছরই অস্ট্রেলিয়ান ক্রিকেট এ্যাসোসিয়েশন তাদের সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেয় অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যালান বর্ডার ট্রফি। 


সেই ধারায় গত বছরের পারফর্মেন্সের ভিত্তিতে এবার পুরস্কার জিতলেন অজি দলপতি স্টিভেন স্মিথ। সোমবার দিন মেলবোর্নে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্মিথের হাতে এই ট্রফি তুলে দেওয়া হয়।


প্রসঙ্গত, গেল বছর অসাধারণ কেটেছে স্টিভের। বিশেষ করে টেস্টের কথা তো না বললেই নয়। শেষবারের অ্যাশেজ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ তে টেস্ট সিরিজ জেতায় সবচেয়ে বড় ভূমিকা ছিল অজি দলপতির।



promotional_ad

গত বছরে খেলা ১৯ ইনিংসে ৮১.৫৬ গড়ে ছয়টি সেঞ্চুরি সহ ১৩০৫ রান করেন স্মিথ। আর এই পারফর্মেন্সের ভিত্তিতেই বিগত এক বছরের টেস্টের অন্যতম সেরা পারফর্মার ভারতের চেতেশ্বর পূজারা এবং ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলেছেন স্মিথ।


গেলো বছরে পূজারা ৬১.৫৮ গড়ে ১১৭০ রান এবং রুট ৫৫.৩৫ গড়ে করেন ১১০৭ রান। আবার দুজনই স্মিথের থেকে এক ম্যাচ করে বেশি খেলেছেন (স্মিথ খেলেছেন ১১ টি ম্যাচ)। এর ফলস্বরূপ অবশ্য কিছুদিন আগেই আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন স্মিথ।


অস্ট্রেলিয়ান ক্রিকেট এ্যাসোসিয়েশনের ভোটিং সিষ্টেমের মাধ্যমে স্মিথ পেছনে ফেলেছেন  স্বদেশী স্পিনার নাথান লায়ন এবং ওপেনার ডেভিড ওয়ার্নারকে। সর্বাধিক ৩২ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিলেন স্মিথ, যেখানে নাথানের ছিল ২৬ এবং ওয়ার্নারের ১৫ পয়েন্ট। 



এদিকে এ নিয়ে দ্বিতীয় বারের মত দেশসেরা ট্রফি জিতলেন মাষ্টার ক্লাস এই ব্যাটসম্যান। অবশ্য ট্রফিটি জেতার পর সব থেকে এগিয়ে আছেন মাইকেল ক্লার্ক (চার বার)। এর পরেই আছেন রিকি পন্টিং (তিনবার)। তবে বিগত দুই বছরে এই ট্রফি জিতেছেন ডেভিড ওয়ার্নার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball