মিরপুরের উইকেটের রেসিপি দিলেন হাথুরুসিংহে

বাংলা-লঙ্কা সিরিজ
মিরপুরের উইকেটের রেসিপি দিলেন হাথুরুসিংহে
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

'একটা টেস্টের উইকেট তৈরি করতে অন্তত সময় লাগে ছয় মাস'। টেস্ট সিরিজ জয়ের পর উইকেট নিয়ে প্রশ্ন করায় লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এমনটাই জানিয়েছেন।

হাথুরুসিংহের কথার দিকে যদি মনোযোগ দিতে হয় তাহলে প্রশ্ন উঠে আসে, আমরা কি টেস্টের জন্য যথাযোগ্য উইকেট তাহলে তৈরি করছে পারছিনা? তাহলে মিরপুরের হোম অফ ক্রিকেটকে নতুন রুপে সাজিয়ে লাভ কি হল বাংলাদেশের?

এসব প্রশ্ন উঠে আসতেই পারে একজন ক্রিকেট প্রেমীর মনে। গেল বছর মিরপুরের হোম অফ ক্রিকেটকে নতুন রুপে সাজায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন আউটফিল্ড, নতুন উইকেট সবই পেয়েছে শেরে বাংলা স্টেডিয়াম।

নতুন করে মিরপুরকে সাজানোর পর প্রথম খেলা হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেখানে সফরকারীদের দাঁড়াতেই দেয়নি টাইগাররা। উইকেট থেকে বাড়তি সুবিধা নিয়ে স্পিনাররাই জয় এনে দিয়েছিলেন বাংলাদেশকে।

অস্ট্রেলিয়া সিরিজের পর এলো বিপিএল। বিপিএল চলাকালীন মিরপুরের উইকেট নিয়ে উঠে আসে নানান প্রশ্ন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলপতি তামিম ইকবালকে তো এই উইকেট নিয়ে সমালোচনা করে গুনতে হয় জরিমানা। 

অথচ এই উইকেট বানাতেই চার-পাঁচ মাস ক্রিকেট থেকে বিরতিতে ছিল মিরপুর স্টেডিয়াম। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে শ্রীলংকার বিপক্ষে হেরে গিয়েছে টাইগাররা।

হারের পর উইকেট নিয়ে উঠছে নানান প্রশ্ন। আর এরই উত্তর দিয়েছেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক এই টাইগার কোচ বলেন,

‘গত ছয় মাসে এখানে অনেক খেলা হয়েছে। এই সময়ে একজনের পক্ষে ভিন্ন উইকেট তৈরি করা কঠিনই। আপনি যদি ত্রিদেশীয় সিরিজে দেখেন প্রায় প্রতি ম্যাচেই উইকেট ভেঙেছে। আমরা শুরুটা ভালো করেছি। একটা টেস্টের উইকেট তৈরিতে আপনাকে অন্তত ছয় মাস সময় দিতে হবে।’

হুট করেই শ্রীলংকা দলের চিত্র বদলে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ডুবতে থাকা শ্রীলংকাকে একাই টেনে তুলছেন তিনি। ত্রিদেশীয় সিরিজ জয়ের পর দলকে টেস্ট সিরিজও জিতিয়েছেন হাথুরু। তাই তাকে তাকে প্রশ্ন করে হয়েছিল কী এমন মন্ত্র পড়ে দিলেন যে রাতারাতি বদলে গেল শ্রীলঙ্কা? প্রশ্নটা শুনে হাথুরু জানালেন,

‘আপনাকে সব সময়ই ভালোভাবে তৈরি হতে হবে। দলের শক্তিমত্তা আপনাকে বুঝতে হবে। নিজের শক্তি বুঝেই পরিকল্পনা ও কৌশল সাজতে হবে। আপনি যদি ভালোভাবে তৈরি থাকেন ও নিজের শক্তি অনুযায়ী ভালো পরিকল্পনা থাকে, বলছি না সব জায়গায় সফল হতে পারবেন। তবে সব জায়গায় ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হতে পারবেন।’

আরো পড়ুন: this topic