উইকেট ব্যাটসম্যানদের ছিলো না, মানছেন হেরাথও

ছবি:

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত ৪৯ রানে ৪ উইকেট শিকার করেছিলেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।
আর দারুণ এই পারফর্মেন্সর পাশাপাশি পাকিস্তানের সর্বকালের সেরা পেসার কিংবদন্তী ওয়াসিম আকরামকেও ছাড়িয়ে গেছেন হেরাথ। বাংলাদেশের সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে তাইজুল ইসলামকে ফিরিয়ে দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ৪১৫ তম উইকেট তুলে নেন এই লঙ্কান স্পিন তারকা।
অবসর নেয়ার আগে পর্যন্ত টেস্টে ওয়াসিম আকরামের উইকেট সংখ্যা ছিলো ৪১৪টি। এদিকে আকরামকে ছাড়িয়ে যেতে পেরে বেশ উচ্ছ্বসিত হেরাথ। ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে ??ঙ্কান স্পিনার বলেন,

'বাঁহাতি বোলার কিংবা স্পিনার যাই বলন, ৪১৫ উইকেট নিয়ে মাত্রই ওয়াসিম আকরামকে অতিক্রম করালাম। সত্যি কথা বলতে এটা অনেক বড় একটি অর্জন। এর পেছনে যারা অবদান রেখেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।'
ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়েও এদিন বক্তব্য দিয়েছেন হেরাথ। তাঁর মতে, মিরপুরের এই উইকেট ব্যাটসম্যানদের জন্য একেবারেই সহায়ক ছিলো না বলে জানিয়েছেন মুরলিধরনের পর লঙ্কানদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রঙ্গনা হেরাথ।
তিনি বললেন, 'ট্র্যাকটি ব্যাটসম্যানদের সহায়ক না। বরং স্পিনাররাই এখান থেকে বেশি সুবিধা পাওয়ার কথা ছিল এবং তাই হয়েছে। ব্যাটসম্যানদের জন্য কাজটি মোটেও সহজ ছিল না।'