ছোট ভুলের বড় খেসারৎ দিচ্ছে বাংলাদেশ

ছবি:

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকাকে ২২২ রানেই অলআউট করেছে বাংলাদেশ। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ আট উইকেটে ২০০ রান। যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দারুণ বল করছে টাইগার বোলাররা।
কিন্তু বাস্তবতা হচ্ছে কম স্কোরের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে বেশ কিছু 'বাড়তি' রান দিয়ে দিয়েছে তারা। টেস্টের দ্বিতীয় দিনশেষে এসব স্বীকার করে নিলেন দলের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
"আমাদের বোলাররা কন্টিনিউ এক জায়গায় বল করতে পারেনি। অনেক সময় হয়তো আমি ভালো করিনি, অনেক সময় তাইজুল ভাই ভালো বোলিং করেনি। তিন জনের ভেতরে সবাই একসঙ্গে ধারাবাহিক ভাবে ভালো বোলিং করতে পারেনি। সবাই একসঙ্গে ভালো করতে পারলে, ভালো হতো।"

তবে খুব বেশি খারাপ বোলিংও যে টাইগাররা করেছে সেটা স্বীকার করতেও নারাজ মিরাজ। বরঞ্চ ছোটো ছোটো কিছু সুযোগ হাতছাড়া হওয়ার ব্যাপারে আফসোস ফুটে উঠছে তার কথায়।
"ক্রিকেট খেলায় হতেই পারে। দুই একটা বল খারাপ হতে পারে। ওরাও ভালো খেলেছে। তারপরও আমি বলবো আমাদের বোলাররা খুব খারাপ করেনি, প্রথম ইনিংসে ২২২ রানে আটকে রাখতে পেরেছি। এটা বড় অর্জন। দ্বিতীয় ইনিংসেও খারাপ হয়নি। বলবো না যে বোলাররা অনেক খারাপ বোলিং করেছে।"
একদম শেষে কথা বলেছেন নিজের ব্যাটিং প্রসঙ্গে। দীর্ঘদিন ধরে টেস্ট দলে থাকলেও ব্যাটিংয়ে এখনো মুন্সিয়ানার পরিচয় দিতে পারেননি তিনি। "দলের কম্বিনেশনের জন্য যে জায়গায় যতটুকু প্রয়োজন ততোটুকু চেষ্টা করবো। জেতার জন্য সব কিছু করতে প্রস্তুত।"