ক্রিকেটের অনিশ্চয়তায় মিরাজের স্বপ্ন

ছবি:

ঢাকা টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২২২ রানে গুটিয়ে দিয়ে দাপুটে শুরু পায় বাংলাদেশ দল। তবে, নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অল আউট হয়ে সেই দাপট ধরে রাখতে পারেনি টাইগাররা।
টাইগারদের ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন মেহেদী হাসান মিরাজ। এই তরুণ ক্রিকেটার ৩৮ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি।
প্রথম ইনিংসে দলের অল্প রানেই গুটিয়ে যাওয়াকে স্বাভাবিক ভাবেই দেখছেন মিরাজ। ক্রিকেট খেলায় সবই সম্ভব বলে মনে করেন এই অলরাউন্ডার। তার মতে প্রথম ইনিংসে এটা অস্বাভাবিক কিছু না।

মিরাজের ভাষ্যমতে, "ক্রিকেট খেলায় সব কিছুই সম্ভব হতে পারে। জিরো রানেও আউট হতে পারে। অনেক সময় এক দুই রানেও আউট হওয়ার চান্স থাকে। আমার মনে হয় সবাই ভালো করে……..। প্রথম ইনিংসে হতেই পারে।"
ব্যাপারটি স্বাভাবিক ভাবে নিলেও প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন সতীর্থ্যদের। প্রথম ইনিংসের ব্যার্থতা ভুলে জয়ের জন্য খেলাই এখন টাইগারদের প্রধাণ লক্ষ্য বলে জানিয়েছেন মিরাজ।
এই প্রসঙ্গে মিরাজ বলেন, "প্রথম ইনিংসের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দ্বিতীয় ইনিংসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারন আমরা মাত্র ১১০ রানে অলআউট হয়েছে। ওরা যত রান টার্গেট দেবে ওটা আমরা করতে পারলে ম্যাচটা জিততে পারবো। প্রথম ইনিংসের ব্যর্থতা আমরা ভুলে যেতে চাই। এখন আমাদের লক্ষ্য ওরা যত রান টার্গেট দেবে সেটা টপকানো।"
চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়া করে জয়ের পূর্ণ আত্মবিশ্বাস আছে বলে নিশ্চিত করেছেন মিরাজ। তামিম, মমিনুল মুশফিকদের উপর বিশ্বাস আছে এই তরুণ ক্রিকেটারের। প্রথম ইনিংসে টাইগারদের ব্যাটিং ব্যর্থতাকে দুর্ঘটনা বলে অভিহিত করেছেন তিনি।।
মিরাজের ভাষায়, "আমাদের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস আছে। যারা ব্যাটসম্যান আছে সবাই খুব আত্মবিশ্বাসী! মুমিনুল ভাই, তামিম ভাই, মুশফিক…ভাই সকল ভাইরা যারাই আছে, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। প্রথম ইনিংসে এমনটা হতেই পারে। এটা আসলে দূর্ঘটনা বলবো।'