রাজ্জাকের নতুন অভিজ্ঞতা

ছবি:

দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলের জার্সি গায়ে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে টাইগার বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সাদা পোষাকে জাতীয় দলের হয়ে খেলেছিলেন রাজ্জাক।
৮ ফেব্রুয়ারি শেষ হওয়া সেই টেস্ট শেষে যে আক্ষেপ শুরু হয়েছিল তা শেষ হয়েছে আরেক ৮ ফেব্রুয়ারি চলতি ঢাকা টেস্টে। ফেরার ম্যাচে বেশ ভালো ভাবেই নিজের বোলিং ঝলক দেখিয়েছেন রাজ্জাক। লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ৬৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি।
যা এক ইনিংসে এই বাঁহাতির ক্যারিয়ার সেরা। প্রথম দিনের খেলা শেষে রাজ্জাক জানিয়েছেন, আবার জাতীয় দলে ফেরাটা বেশ বড় ব্যাপার। এর অনুভূতি প্রকাশ করার মতো না বলে জানিয়েছেন তিনি।

রাজ্জাকের ভাষ্যমতে, 'প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য জাতীয় দলে আসাটা গুরুত্বপূর্ণ ও বড় ব্যাপার। এর অনুভূতি মুখ দিয়ে বলা যায় না। ভিতরে ভিতরে অনুভব করা যায়। অবশ্যই ভালো। অনেক ইতিবাচক দিক থাকে। জাতীয় দলে ফেরার অনুভূতিটা দারুণ। ভালো লাগার মতো ব্যাপার।'
ঘরের মাঠে রাজ্জাক এর আগেও খেলেছেন। তবে, ঢাকা টেস্টে মিরপুরের মতো উইকেটে আগে খেলেননি বলে জানিয়েছেন তিনি। আগে, নিজেদের শক্তি দেখেশুনে খেলার সুযোগ ছিলোনা বলেও আক্ষেপ করেছেন এই বাঁহাতি স্পিনার। এটাই বর্তমান বাংলাদেশ দলের সাফল্যের কারণ বলে মনে করেন তিনি।
মিরপুরের উইকেট প্রসঙ্গে রাজ্জাকের অভিমত, 'এ ধরনের উইকেটে এই প্রথম খেললাম। আগে তো নিজেদের শক্তি দেখেশুনে খেলার সুযোগ ছিলো না। এখন তো এটা সামনের দিকেই যাবে। সেটারই ফল এটা।'