তবুও রাজ্জাকের আক্ষেপ

ছবি:

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অল আউট হয়েছে ২২২ রানে। জবাবে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ দলও। টাইগাররা মাত্র ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে।
বল হাতে দারুণ শুরুর পরও প্রথম দিনে শেষে নিজেদের এগিয়ে রাখছেন না দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরা টাইগার বাঁহাতি স্পিনার রাজ্জাক। তিনি মনে করেন টাইগারদের দুটি উইকেট বেশি পড়ে গেছে।
রাজ্জাক জানিয়েছেন, 'এক একটা সেশনে একেক টাইপের খেলা হয়। দেখা যায় একটা সেশনে একটা দল এগিয়ে আছে, পরের সেশনে আবার অন্য দল। তো টেস্টে ক্ষতি পূরণ করে দেয়ার জায়গা থাকে। আমার মনে হয় আমাদের দুইটা উইকেট বেশি পড়ে গেছে। এটা রিকভার করা সম্ভব সহজেই, আমার কাছে মনে হয়।'

রাজ্জাক মনে করেন ঢাকা টেস্টের ফলাফল আসবে। প্রথম দিনেই দুই দলের ১৪ উইকেটের পতন হয়েছে মিরপুরে। রাজ্জাকের আশঙ্কা চতুর্থ ইনিংসে ব্যাটিং করা আরও কঠিন হবে।
এই প্রসঙ্গে রাজ্জাক জানিয়েছেন, 'এখানে চারটা ইনিংসই হবে। সেটা না হলে তো আর ফলাফল হবে না! চতুর্থ ইনিংসে ব্যাটিং করা তো কঠিন। এখনকার চেয়ে কঠিন হবে।'
নিজেদের প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। তার উপর চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে টাইগারদের। ফলে ঢাকা টেস্টে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে টাইগাররা।