পাঁচদিনের আগেই ঢাকা টেস্টের ফলাফল দেখছেন রাজ্জাক

ছবি:

টাইগার বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক আজ থেকে ঠিক চার বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। তারই প্রত্যবর্তন হলো ঢাকা টেস্টে সেই লঙ্কানদের বিপক্ষে।
দীর্ঘদিন পর সাদা পোশাকে ফিরে বল হাতে দেখিয়েছেন নিজের পুরনো ভেলকি। ঢাকা টেস্টের প্রথম দিনেই শ্রীলঙ্কাকে অল আউট করে দেওয়ার নেপথ্যে রয়েছে রাজ্জাকের এক ইনিংসের ক্যারিয়ার সেরা বোলিং।
রাজ্জাক ১৬ ওভারে ৬২ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। আরেক বাঁহাতি তাইজুল ইসলাম ৮৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ফলে, লঙ্কানদের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২২২ রানে।

পরে অবশ্য ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি টাইগাররাও। ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ দল। তারপরও মিরপুরের উইকেটকে আনপ্লেয়েবল বলতে নারাজ দিনের সেরা পারফর্মার আব্দুর রাজ্জাক।
সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, 'আজকে দিনে ওরা যতক্ষণ ব্যাটিং করেছে বা আমরা করেছি, আমার কাছে খুব বেশি আনপ্লেয়েবল উইকেট মনে হয়নি। আমার কাছে উইকেটটাকে স্পোর্টিং মনে হয়েছে। এ ধরনের টার্ন অনেক উইকেটে করে।'
দুই দলের চার ইনিংসের একটি শেষ হয়েছে। আরেক ইনিংসেরও প্রায় অর্ধেক শেষ। এর ফলে ঢাকা টেস্ট পাঁচ দিনে যাওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন রাজ্জাক। তাছাড়া, এই টেস্টের অবশ্যই ফল আসবে বলে মনে করেন তিনি।
এই পরসঙ্গে রাজ্জাক বলেন, 'চার ইনিংসের একটা শেষ হয়েছে। আরো একটা ইনিংসের বেশ কয়েকটা উইকেট পড়েছে। এখন যা পরিস্থিতি, ততে আমার মনে হয়, পাঁচদিনের আগেই টেস্ট শেষ হতে পারে। এই টেস্টে অবশ্যই ফলাফল হবে।'