আরও একবার হাঁটুর অপারেশন করাতে হবে মাশরাফিকে

ছবি:

ডেভিড ইয়াং পেশায় একজন শল্য চিকিৎসক হলেও বাংলাদেশের ক্রিকেটের সাথে বেশ ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে আছে তার নামটি। ??িশেষ করে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফির দেহে ৬ বার সফল অস্ত্রোপচার চালিয়ে অনেক বড় অবদান রেখেছেন তিনি।
বারবার ইনজুরি আক্রান্ত টাইগার অধিনায়ককে এখনও পর্যন্ত ক্রিকেটে রাখার পেছনে তার অবদানের কথা সবারই জানা। হালের অন্যতম সেরা তারকা মুস্তাফিজও তার চিকিৎসায় ভালো হয়ে উঠেছেন।
সেই ডেভিড ইয়াং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির এক সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন। সেই সুযোগে প্রিয় রোগী মাশরাফির সাথে দেখা করতে ভুলেননি তিনি। মঙ্গলবার বিসিবিতে এসে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন তার সাথে।

আগের দিনই মাশরাফিকে টেস্ট খেলার সার্টিফিকেট দিয়েছেন ইয়াং। বুধবার এক সাক্ষাৎকারে ২০১৯ বিশ্বকাপে মাশরাফির অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছেন তিনি। মাশরাফির সার্ভিস আরও বেশ কিছু দিন পেতে ছোটো ফরম্যাটে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।
ইয়াং জানিয়েছেন, ' মাশরাফি এখন ভালো অবস্থানে আছে, ও জানে ওকে কি করতে হয়, ২০১৯ বিশ্বকাপের কথা যদি বলেন আমি বলবো অবশ্যই সম্ভব, তবে তার জন্য তাঁকে শুধু ছোট ফরম্যাটেই খেলতে হবে তাহলে আরো বেশিদিন ও তোমাদের সার্ভিস দিতে পারবে।'
মাশরাফিকে সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন এই শল্য চিকিৎসক। এতদিন এড়িয়ে চললেও একটি বিশেষ ইঞ্জেকশন দিতে হবে মাশরাফিকে। তাছাড়া অবসরের পর আরও একবার ছুঁড়ি কাঁচির নিচে যেতে হতে পারে টাইগার দলপতিকে।
এই প্রসঙ্গে ইয়াং বলেন, 'হাঁটতে কষ্ট হবে যেমনটা শোয়েব আখতার, জয়সুরিয়ার হয়েছিলো। এই কারণে নিক্যাপে বিশেষ অপারেশন প্রয়োজন হবে। এটি খুবই সাধারণ একটি সমস্যা।' এদিকে, বাংলাদেশ দলের কেউ ইনজুরিতে পড়লে সবসময় তাকে পাশে পাবে বলেও জানিয়েছেন ইয়াং।