promotional_ad

আরেকটি সেশন গেল শ্রীলঙ্কার দখলে

promotional_ad

সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ, প্রথম ইনিংসঃ


৫১৩ অল আউট (১২৯.৫ ওভার) মমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদুল্লাহ ৮৩*।


হেরাথ ৩/ ১৫০, লাকমল ৩/ ৬৮।


শ্রীলঙ্কা, প্রথম ইনিংসঃ


২৯৫/১ (৭৯ ওভার ) মেন্ডিস ১২৫*, ধনঞ্জয়া ১৭০*।


জুটিতে ভুগছে বাংলাদেশঃ 



promotional_ad

প্রথম ইনিংসে পাঁচশ ছাড়ানো স্কোর গড়ে বল হাতেও শুরুটা ভালো করেছিল বাংলাদেশ দল। শুন্য রানেই করুনারাত্নার উইকেট তুলে নিয়ে রীতিমত উড়ছিল টাইগাররা। তবে ধনঞ্জয়ার ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ের সাথে মেন্ডিসের সতর্ক ব্যাটিং শ্রীলঙ্কাকে সঠিক পথে ফেরায়। দলের বিপদের মুখে পাল্টা আক্রমণে টাইগার বোলারদের কোন রকম সুযোগ না দিয়ে ৮৩ স্ট্রাইক রেটে সেঞ্চুরি তুলে নেন ধনঞ্জয়া।


অন্য প্রান্তে থাকা কিছুটা নড়বড়ে ব্যাটিং করলেও নামের পাশে ৮৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে মেন্ডিস। তবে সেজন্য স্লিপ ফিল্ডার মিরাজ ও ইমরুলকে ধন্যবাদ দিবেন মেন্ডিস। ইনিংসের শুরুতেই মুস্তাফিজের বলে স্লিপে মেন্ডিসের ক্যাচ ফেলেছিলেন মিরাজ। আবার সানজামুলের বলে ফের স্লিপে সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন ইমরুল কায়েস।


জুটির ডাবল সেঞ্চুরিঃ


বাংলাদেশকে সেই ভুলের মাশুল দিতে হচ্ছে তৃতীয় দিনের প্রথম সেশনেও। ইনিংসের ৫৫তম ওভারে ধনঞ্জয়া-মেন্ডিস জুটির ডাবল সেঞ্চুরি পূর্ণ করে। 


মেন্ডিসের সেঞ্চুরিঃ


ইনিংসের ৬১তম ওভারে এসে সেঞ্চুরি পূর্ণ করে ম্যাচের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন মেন্ডিস। নিজের জন্মদিনে ২০০ বল খেলে দুর্দান্ত সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি। দলের স্কোর তখন এক উইকেটে ২৩১ রান।


প্রথম সেশনে লঙ্কানদের দাপটঃ



দ্বিতীয় দিনের শেষ সেশনের ধারা বজায় রেখে বাংলাদেশি বোলারদের বিপক্ষে কোনরকম ঝুঁকি ছাড়াই ব্যাট করে যায় দুই লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান। ধনঞ্জয়া ৭০তম ওভারে দেড়শ রান পূর্ণ করে দলের স্কোর আড়াইশ ছাড়াতে সাহায্য করে। স্পিনারদের বিপক্ষে সম্পূর্ণ বিপদ মুক্ত মনে হয়েছে মেন্ডিস ও ধনঞ্জয়াকে।


উইকেট থেকে তেমন কোন সাহায্য না পাওয়ায় তৃতীয় দিনের প্রথম সেশনেও বোলারদের খাটুনি অব্যাহত থাকে। বাংলাদেশকে প্রথম সেশনে কোন সুযোগ না দিয়ে অবিচ্ছিন্ন থেকে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। 


বাংলাদেশ একাদশ-   


তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম।


শ্রীলঙ্কা একাদশ-  


দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), রোশান সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, লক্ষ্মণ সন্দাকান, লাহিরু কুমারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball