স্পিন বান্ধব উইকেটই আশা করছেন চান্ডিমাল

আন্তর্জাতিক
স্পিন বান্ধব উইকেটই আশা করছেন চান্ডিমাল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টার্নিং উইকেটকে ঘিরেই স্বপ্নের জাল বুনছেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল। বুধবার শুরু হতে যাওয়া টেস্টে নিজ দলের স্পিন জুটি রঙ্গনা হেরাথ এবং দিলরুয়ান পেরেরার উপরে দারুণ ভরসা তার।

প্রথম টেস্টের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে চান্দিমাল জানিয়েছেন উইকেট থেকে বেশ টার্ন আশা করছেন তিনি। লঙ্কান দলপতি বলেন,  'বল অবশ্যই টার্ন করবে। এটা ওয়ানডের চেয়ে আলাদা ফরম্যাট। আমাদের দলে দুজন অভিজ্ঞ স্পিনার আছেন- রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা। দুই দলের জন্যই দারুণ একটা সিরিজ হবে এটা।'

এদিকে টাইগারদের বিপক্ষে ৩৯ বছর বয়সী রঙ্গনা হেরাথের অতীত কীর্তি যথেষ্ট ভালো। তামিমদের বিপক্ষে ৮ টি টেস্টে ২২.৬৩ গড়ে ৪১ টি উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। তাই হেরাথেই ভরসা রাখছেন চান্ডিমাল। তাঁর ভাষায়,  

'হেরাথ খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সে যেভাবে চায় সেভাবে করে দেখাতে পারে। আমাদের দলের বড় সম্পদ সে। আমরা আশা করি সে ভালো করবেই। আমরা ফলাফলের কথা চিন্তা না করে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবো।  বাংলাদেশের জন্য এটি চ্যালেঞ্জিং হবে।'

রঙ্গনা হেরাথ তো আছেনই, কম যাননা দিলরুয়ান পেরেরাও। টাইগারদের বিপক্ষে চারটি টেস্টে এখন পর্যন্ত মোট ১৮ টি উইকেট নিয়েছেন তিনি। আর তাই হেরাথের পাশাপাশি তাঁকে ঘিরেও পরিকল্পনা করছে টিম শ্রীলঙ্কা। তবে বাংলাদেশকে সমীহ করতে ভোলেননি লঙ্কান দলপতি। বলেছেন, 'আমি অবাক হচ্ছি না এই বাংলাদেশকে দেখে। তারা যথাসাধ্য চেষ্টা করছে। তবে আমরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।'

চান্ডিমাল আরো বলেন,  'শেষ কয়েকবছর তারা (বাংলাদেশ) দারুণ ক্রিকেট খেলছে। আমরা একটা করে ম্যাচ ধরে এগিয়ে যাব। আমাদের হাতেও কিছু আছে। সেটাই বাস্তবায়ন করতে হবে আমাদের।'

আরো পড়ুন: this topic