ক্যারিয়ারের শেষ দেখছেন মালিঙ্গা

ছবি:

সময়টা খুবই খারাপ যাচ্ছে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। আইপিএলের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ানস দলের অপরিহার্য সদস্য থাকলেও এবারের আইপিএলের নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি মালিঙ্গার প্রতি। এমনকি মুখ ফিরিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসও!
ফলে এবারের আইপিএল নিলামে অবিক্রীত থেকে যান তিনি। শুধু তাই নয়, গেলো বছরের সেপ্টেম্বরের পর থেকে আন্তর্জাতিক দলের সঙ্গেও দেখা যাচ্ছে না এই ডেথ বোলিং বিশেষজ্ঞকে।
হয়তো নিজের এই খারাপ সময়ের বিষয়টি বেশ ভালোভাবেই বুঝতে পারছেন ৩৪ বছর বয়সী এই পেসার। আর তাই খেলোয়াড়ি জীবন শেষ করে ক্রিকেট মেন্টর হিসেবেই নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি। সম্প্রতি সানডে টাইমস পত্রিকাকে জানিয়েছেন এমনটা।

"খেলোয়াড় হিসেবে আমি আর কিছু না দিতে পারলে আমার সরে দাঁড়ানো উচিত। যদিও আমি জানি আমার মধ্যে এখনো অনেক 'ক্রিকেট' বাকী আছে। তারপরেও খেলতে না পারলে আসন্ন বিশ্বকাপে আমি মেন্টরের ভূমিকা পালন করতে চাই।
"কেউ যদি এখনই আমাকে কোচ হওয়ার প্রস্তাব দেয়, তবে সেটা আমি সানন্দে গ্রহণ করবো। আমি আমার ক্রিকেট জীবনে যা শিখেছি, সেটাই আমি কাউকে শেখাবো।"
উল্লেখ্য, সব ধরণের টি-টুয়েন্টি ক্রিকেট মিলিয়ে ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর পরেই সর্বাধিক উইকেট শিকার করেছেন মালিঙ্গা। মোট ৩৩১ টি উইকেট পেয়েছেন তিনি।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ