লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি

ছবি:

পুরো দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সবশেষ জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংসে ৫৪ ও ৪১ রানের ইনিংস খেলেন তিনি।
আর এই পারফর্মেন্সের মাধ্যমে সর্বকালের টেস্ট র্যাঙ্কিংয়ে উইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার স্যার ব্রায়ান চার্লস লারাকে ছাড়িয়ে গেছেন কোহলি। প্রসঙ্গত, টেস্ট ব্যাটসম্যানের তালিকায় বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছেন কোহলি।
জোহানেসবার্গ টেস্ট শুরুর আগে কোহলির মোট পয়েন্ট ছিল ৯০০। কিন্তু বোলারদের উইকেটে দারুণ পারফর্মেন্স করে আরও ১২ পয়েন্ট যোগ করতে পেরেছেন কোহলি। সিরিজ শেষে কোহলির মোট পয়েন্ট ৯১২।

আর উইন্ডিজ কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার ক্যারিয়ার সর্বোচ্চ পয়েন্ট ছিল ৯১১! এদিকে ৯৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্টে সেরা ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
সর্বোচ্চ ৯৬১ পয়েন্ট নিয়ে সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন অজি কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান। তবে আরও একজনকে সহজেই টপকাতে পারেন কোহলি।
তিনি হচ্ছেন স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। গাভাস্কারের অবস্থান কোহলি থেকে খুব কাছেই। তার পয়েন্ট ৯১৬। সামনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেই গাভাস্কারকে ছাড়িয়ে যেতে পারেন ভারতীয় অধিনায়ক কোহলি।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ