'হাথুরুসিংহেকে পেয়ে শ্রীলঙ্কা ভাগ্যবান'

আন্তর্জাতিক
'হাথুরুসিংহেকে পেয়ে শ্রীলঙ্কা ভাগ্যবান'
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

চান্দিকা হাথুরুসিংহের মতো একজন কোচ পাওয়ায় শ্রীলংকাকে ভাগ্যবান মানছেন লঙ্কান ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। গত রবিবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করার পূর্বে মিডিয়ার সামনে এমনটা জানিয়েছেন তিনি।

"চান্দিকা হাথুরুসিংহে একটা কথা বলেছে যে, দল হিসেবে ভালো করেছি আমরা। তবে এটাতো অবশ্যই বলা উচিত, সে খুব ভালো কোচ। তাকে পেয়ে শ্রীলঙ্কা খুব ভাগ্যবান।"

উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে খুবই খারাপ সময় কাটিয়েছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজ জয়ের মাধ্যমে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন বলে মনে করছেন টাইগারদের সাবেক এই ব্যাটিং কোচ।

"গেলো বছরটা আমাদের জন্য খুব বাজে গেছে। তাই বলতে পারি, এ ট্রফিটা শুধু একটা ট্রফি নয় এর চেয়ে বেশি কিছু। এই শিরোপাটা আমাদের আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে।"

একইসাথে মিরপুরের উইকেট নিয়েও কথা বলেছেন লঙ্কান দলের সাবেক এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তার মতে, বিপিএলে এমন উইকেটে খেলায় ত্রিদেশীয় সিরিজে পূর্ব অভিজ্ঞতার কিছুটা কাজে লাগাতে পেরেছেন দলের ব্যাটসম্যানরা। 

সামারাবিরা বলেন, "আমার মনে হয়, ফাইনালের মত পিচে ব্যাট করা একটু কঠিন। তবে এখানে বিপিএল হয়েছে। আমাদের কয়েকজন তখনও খেলেছে। সুতরাং এ উইকেট নিয়ে আমি মোটেও অবাক হইনি।"


আরো পড়ুন: this topic