অল্প রানের লক্ষ্যেই খেলেছিল শ্রীলঙ্কা!

ছবি:

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ২২১ রানেই অলআউট শ্রীলঙ্কা! অবশ্য এই রান করেও ৭৯ রানের বড় জয় পেয়েছে তারা। ম্যাচ শেষে লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা জানিয়েছেন, কম রানের লক্ষ্যেই আগাচ্ছিল তার দল।
পুরস্কার বিতরণীতে থারাঙ্গা জানান, "প্রথম ম্যাচ থেকেই দেখছি, এখানে রান করা অনেক কঠিন। আর তাই ২৩০ রানই জয়ের জন্য যথেষ্ট ছিল। উইকেট অনুযায়ী আমরা ব্যাট করার পরিকল্পনা করেছিলাম।

'এমনকি থিতু হওয়া ব্যাটসম্যানরাও উইকেটে রান করতে কষ্ট করে এখানে। ডিকওয়েলা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রথম দশ ওভার ব্যাট করা কষ্ট ছিল। সুরাঙ্গা এবং দুশমান্থা খুবই ভালো বল করেছে।'
এদিকে সিরিজ সেরা থিসারা পেরেরা কৃতিত্ব দিচ্ছেন দলের সকল ব্যাটসম্যান-বোলারদের প্রতি। অবশ্য কুশল মেন্ডিসকে এগিয়ে রাখছেন তিনি। একইসাথে বলেছেন নিজের বোলিং ভালো করার রহস্যের কথাও। পুরস্কার বিতরণীতে পেরেরা জানিয়েছেন,
'প্রথম দুইম্যাচে আমরা হেরেছি। তারপর আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। কুশল মেন্ডিস শেষ দুই ম্যাচে দারুণ খেলেছে। লঙ্কান ক্রিকেটের জন্য তার ভালো ফর্ম গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদের এবং বোলারদের কৃতিত্ব দিতেই হবে। শেষ কয়েক মাসে বোলিং কোচের সঙ্গে পরিশ্রম করেছি। তাই ভালো বোলিং করতে পেরেছি।'