এখনই ফিরছেন না স্টোকস!

promotional_ad

ব্রিস্টলে নাইট ক্লাব কেলেঙ্কারির ঘটনার জের এখন পর্যন্ত টানতে হচ্ছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা হয়নি স্টোকসের।


শুধু তাই নয়, অন্তত আগামী মাসের ১৩ তারিখের আগে যে তিনি ফিরতে পারছেন না এটি মোটামুটি নিশ্চিতই বলা যায়। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং বেন স্টোকসই। কেননা এদিন আদালতে শুনানির জন্য হাজিরা দিতে হবে স্টোকসকে। 


আর এই শুনানির কারণেই ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে খেলবেন না এই ইংলিশ অলরাউন্ডার। এই সিদ্ধান্ত নিজেই নিয়েছেন স্টোকস।


promotional_ad

এক টুইট বার্তায় স্টোকস বলেছেন,  'যেহেতু ১৩ই ফেব্রুয়ারি কোর্ট আমার শুনানির তারিখ নির্ধারণ করেছে সুতরাং এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন আমার দলের সদস্যের সাথে যোগ দেয়াটা সমীচীন হবে না, অন্তত ১৩ তারিখ পর্যন্ত তো নয়ই।'


এর আগে গত বুধবার ইংল্যান্ড  অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক সভায় স্টোকসকে রেখেই টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিলো ইসিবি। আর এই সংবাদ পাওয়ার পর টুইটারে তিনি লিখেছিলেন,


'আমি আসলেই অনেক আনন্দিত আবারো এই সুযোগটি পাওয়ার জন্য। আমার আর তর সইছে না থ্রি লায়ন্সদের দায়িত্ব আবারো নিজের কাঁধে তুলে নেয়ার জন্য।' 


তবে স্কোয়াডে ডাক পেলেও শুনানির আগে দলের হয়ে খেলবেন না জানিয়ে স্টোকস বলেন, 'আমি অবশ্যই একটি সুযোগের আশা করছি, কিন্তু কেসটির শুনানির পরেই এর উপযুক্ত সময়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball