promotional_ad

একাদশে পরিবর্তন নিয়ে মুখ খুললেন তামিম

promotional_ad

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে নিজেদের ঝালাই করে নেয়ার জন্য আরও দুটি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ দল। আগে ভাগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার কারণে নির্ভার থেকে বাকি দুটি ম্যাচে মাঠে নামবে মাশরাফি বাহিনী।


প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের একাদশে জায়গা হয়েছিল স্পিনার সানজামুল ইসলামের। কিন্তু পরের ম্যাচে তাকে বসিয়ে বাড়তি পেসার সাইফউদ্দিনকে নিয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা।


তবে ধারণা করা হচ্ছে শেষ দুই ম্যাচে টাইগাররা পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে একাদশ সাজানো নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ দলে সুযোগ পাওয়া দুই ক্রিকেটার আবুল হাসান রাজু এবং উইকেট রক্ষক মোহাম্মদ মিথুনকে সুযোগ দিতে পারেন নির্বাচকরা।



promotional_ad

আর সোমবার সংবাদ সম্মেলনে আসা তামিম ইকবালকে একাদশে কোন পরিবর্তন আসবে নাকি সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এর উত্তরে বাঁহাতি এই ওপেনার জানান,


'একাদশ নির্বাচন আমার হাতে নেই। আমার কাছে মনে হয়... আমরা পাঁচজন সিনিয়র ক্রিকেটার বাদে, বাকিরা কিন্তু খবু বেশি ম্যাচও খেলে নাই। আমি নিশ্চিত যদি পরিবর্তন আসে সেটার পেছনে কারণ থাকবে, যদি না আসে সেটির পেছনেও কারণ থাকবে।'


তামিম আরো বলেন, 'আমার কাছে মনে হয় যে যারা সাইড বেঞ্চে আছে তারাও ভালো খেলার সামর্থ্য রাখে। যদি তারা এরকম কোন কিছু ডিসাইড করে আমি নিশ্চিত যারাই খেলবে তারা নিজেদের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করবে।' 



নিজেদের সর্বশেষ দুই ম্যাচে ভুলগুলো শোধরানোর লক্ষ্যের কথাও বলেছেন তামিম। তাঁর ভাষ্যমতে, 'আমরা যেভাবে করে যাচ্ছি একটি দল হিসেবে দুটো খুব ম্যাচ ভাল খেলেছি, আমরা দুই ম্যাচে আরো উন্নতির জন্য কাজ করবো যেন আরো বেশি উন্নতি করতে পারি। সুতরাং আমরা সেদিকটাতেই ফোকাস দিবো।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball