সাকিবকে গ্রেট পারফর্মার হিসেবে মূল্যায়ন করেন রাজা

আন্তর্জাতিক
সাকিবকে গ্রেট পারফর্মার হিসেবে মূল্যায়ন করেন রাজা
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করছেন জিম্বাবুইয়ান তারকা সিকান্দার রাজা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৫২ রান করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন অপরাজিত ৮১ রানের দুর্দান্ত ইনিংস।

এই দুই ম্যাচে তিনটি উইকেটও নিয়েছিলেন রাজা। শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় সাক্ষাতে রোববার অবশ্য ব্যর্থ হয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন মাত্র ৯ রান আর বল হাতে কোনো উইকেট নেই। তবে, নিঃসন্দেহে তিনি জিম্বাবুয়ের বর্তমান দলের অন্যতম সেরা ক্রিকেটার।

পাকিস্তান বংশোদ্ভূত ৩১ বছর বয়সী এই সুদর্শন অলরাউন্ডার তার ব্যাটিং-বোলিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন সারা বিশ্বে। ২০১৩ সালে সাদা পোষাকের ক্রিকেটে অভিষেকের পর খেলেছেন ১০ টি টেস্ট। এর মধ্যে একটি সেঞ্চুরিও করেছেন। গড়ও ভালো (৩৮.১০)। একই বছর ওয়ানডেতে অভিষিক্ত এই ব্যাটিং অলরাউন্ডার এরই মধ্যে খেলেছেন ৭২টি ম্যাচ। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩টি। গড় ৩৪.৬৮।

ব্যাটে বলে তার সমানতালে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেকেই তাকে ‘জিম্বাবুয়ের সাকিব আল হাসান’ বলে মনে করেন। তবে, নিজেকে নিজের নামেই পরিচিত করতে চান তিনি। সাকিবকে অগাধ সম্মান করেন এই জিম্বাবুইয়ান ক্রিকেটার। সাকিবকে দেখে তিনি ক্রিকেটের অনেক কিছুই শেখেন।

এই প্রসঙ্গে রাজা জানিয়েছেন, "সাকিবের প্রতি আমার অগাধ সম্মান। সে বাংলাদেশকে অনেক দুর্লভ এক একটি অর্জন এনে দিয়েছে। শুধু আমিই না পুরো ক্রিকেট দুনিয়া একথা নির্দ্বিধায় স্বীকার করে যে সে বিশ্বসেরা অলরাউন্ডার। আমি কখনওই এটা পছন্দ করবো না কেউ আমাকে জিম্বাবুয়ের সাকিব নামে সম্বোধন করুক। সাকিব একজন গ্রেট পারফর্মার। সে এমনই একজন ক্রিকেটার যার কাছ থেকে সবসময়ই শেখার আছে।"

সাম্প্রতিক সময়ে এই জিম্বাবুইয়ান তারকা নিজেকে একজন আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলেছেন। বাংলাদেশ সফর তাকে এমন আগ্রাসী হতে সাহায্য করেছে বলেও জানিয়েছেন রাজা, "আমার মনে হয় অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। তার ওপর সম্প্রতি বাংলাদেশ সফরগুলোও এই ক্ষেত্রে আমাকে বেশ সহায়তা করেছে। টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি মানসিক একটি বিষয় কিন্তু এমন ব্যাটিংয়ে সাহায্য করে। তার চাইতেও বড় বিষয় হলো ম্যাচ সিচুয়েশন। আমার মনে হয় সিচুয়েশন বুঝে ব্যাটিং করি বলেই এমন হয়।"

সূত্রঃ বাংলানিউজ২৪.কম

আরো পড়ুন: this topic