১১ বছর পরে ভারতের আয়ারল্যান্ড যাত্রা

ছবি:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্ট, ছয়টি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচের পুর্নাঙ্গ সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল।
এদিকে এই সিরিজ শেষেও স্বস্তিতে নেই তারা! আফ্রিকা সফর শেষ করে ইংল্যান্ড সফরে গিয়ে তিনটি টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে ও পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে বিরাট কোহলির ভারত।
তবে ইংল্যান্ডে যাওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আয়ারল্যান্ডে যাবে ভারত। সেখানে দুটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজে অংশ নেবে তারা। জানা গেছে, আইরিশদের বিপক্ষে কোনো ছাড় দেবে না দল, বিরাট কোহলিই দলের নেতৃত্বে থাকবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, "২৭ ও ২৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ডাবলিনে। আর সেখানে নেতৃত্ব দেবেন কোহলিই।"
এদিকে ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ আয়ারল্যান্ড সফর করেছিল ২০০৭ সালে! এবারের সফরটি হবে প্রায় ১১ বছর পরে! সেবার বেলফাস্টে মাত্র একটি ওয়ানডে খেলেছিল ভারতীয় দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি জিতে নিয়েছিলো ৯ উইকেটে।
জানিয়ে রাখা ভালো, আইরিশদের বিপক্ষে এরআগে মাত্র একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। ২০০৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে নটিংহামে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ম্যাচটি ভারত জিতে নিয়েছিলো ৮ উইকেটে।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ