promotional_ad

মাশরাফীদের ছুটি

promotional_ad

আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগে গেল মাসের ২৭ তারিখ থেকে ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ক্যাম্প শুরুর পর টানা দুই সপ্তাহ নিজেদের ঝালাই করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।


ত্রিদেশীয় সিরিজ শুরু হতে বাকি আর মাত্র ৪ দিন। তাই তো মূল লড়াইয়ে মাঠে নামার আগে ক্রিকেটারদের চাঙ্গা করে তুলতে দুদিনের জন্য বিশ্রাম দেয়া হয়েছে। সুতরাং বৃহস্পতি ও শুক্রবার সাকিব-মাশরাফীরা ছুটিতে থাকবেন।


ইতিমধ্যে গণমাধ্যমকে  ছুটি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘শনিবার দুপুর থেকে আবারও পুরোদমে শুরু হবে অনুশীলন। মূল আসরে নামার আগে ক্রিকেটারদের চাঙ্গা রাখতেই এ দুই দিন বিশ্রাম দেওয়া হয়েছে।’



promotional_ad

ক্রিকেটারদেরকে ছুটি দেয়ার পাশাপাশি সুজন আরও জানিয়েছেন আসন্ন সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় দলের সব ক্রিকেটাররা। আর আবহাওয়ার কথাটিও মাথায় রয়েছে তাদের। সুজন বলেন,


‘আমরা আবহাওয়া, কুয়াশা ও শিবিরস্নাত আউটফিল্ড, সবকিছু মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। যদিও খেলা শুরু হবে বেলা ১২ টায়। কিন্তু এক ইনিংস শেষেই শীত জেকে বসে। সন্ধ্যা নামতেই ঘন কুয়াশা পড়তে থাকে। সন্ধ্যার পর কুয়াশা আর শিশিরে ফিজে যায় আউট ফিল্ড।


তাতে স্পিনারদের বল গ্রিপিংয়ে যেমন সমস্যা হয়, তেমনি ব্যাটসম্যানদেরও কিছু অস্বস্তির মধ্যে পড়তে হয়। বল স্কিড করে, প্রত্যাশার চেয়ে বল জোরে চলে আসে, এটাও একটা প্রতিবন্ধকতা, এসব মাথায় রেখেই আমরা কয়েকদিন সন্ধ্যায় অনুশীলন করেছি।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball