promotional_ad

'মাদুশঙ্কা' হাথুরুসিংহের নতুন 'মুস্তাফিজ'!

promotional_ad

আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বাংলাদেশ-জিম্বাবুয়ে দল ঘোষণা করেছে দুদিন আগেই। কিন্তু, এই সিরিজের তৃতীয় দল শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ঘোষিত ১৬ সদস্যের দলে সবচেয়ে বড় চমক তরুণ পেসার শেহান মাদুশঙ্কা।




শ্রীলঙ্কা জাতীয় দলে এবারই প্রথম বারের মতো ডাক পেয়েছেন মাদুশঙ্কা। তাছাড়া, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলারও খুব বেশি অভিজ্ঞতা নেই তার। মাত্র তিনটি করে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ম্যাচের অভিজ্ঞতা নিয়েই জাতীয় দলে ডাক পেয়েছেন এই পেসার।




ঘরোয়া ক্রিকেটে কোনো আহামরি পারফরমেন্স নেই এই পেস তারকার। কদিন আগে শারজায় টি-টেন খেলেছেন মাদুশঙ্কা। ৪ ম্যাচে ১ উইকেট নিলেও তরুণ পেসারের বোলিং মনে ধরেছে শ্রীলঙ্কা দলের প্রধাণ কোচ চান্ডিকা হাথুরুসিংহের।




এই লঙ্কান কোচ সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, ‘জোরে বোলিং করতে পারে আমাদের এমন বোলার দরকার। তার সেটি আছে। আমাদের কিছু ভালো মানের ফাস্ট বোলার দরকার। আমাদের বিবেচনায় যেসব খেলোয়াড় আছে, বড় টুর্নামেন্টের আগে তাদের কিছু ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।’



promotional_ad



মাদুশঙ্কাকে বেশ অপরিচিত মুখই বলা যায়, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে। ফলে প্রতিপক্ষও তাকে নিয়ে বিশ্লেষণের সুযোগ পাবে না। মাদুশঙ্কার মতোই হাথুরু ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে হঠাৎ করেই বাংলাদেশ দলে ডাক দিয়েছেলেন বাঁহাতি পেস তারকা মুস্তাফিজুর রহমানকে।




আবির্ভাবেই শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট নিয়ে পাকিস্তানকে একাই কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। লঙ্কান সংবাদ মাধ্যমের মতে মাদুশঙ্কাকে নিয়েও একই পরিকল্পনা হাথুরুসিংহের। এদিকে, মাদুশঙ্কা-চমকের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা দলে ফিরেছেন দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস ও ওয়ানিডু হাসারাঙ্গা।




শ্রীলঙ্কা ক্রিকেট গত সপ্তাহে বরখাস্ত করেছে ভারত সফরে সীমিত ওভারে দলকে নেতৃত্ব দেওয়া থিসারা পেরেরাকে। ‘নতুন’ অধিনায়ক হিসেবে তারা বেছে নিয়েছে পুরোনো অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। শুধু বাংলাদেশের ত্রিদেশীয় কিংবা টি-টোয়েন্টি সিরিজ নয়, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব তুলে দিয়েছে ম্যাথিউসের হাতে।





আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে শক্তিশালী দল মানছেন লঙ্কান কোচ। মাশরাফি-সাকিবদের সাবে?? কোচ বিধায় টাইগারদের সম্পর্কে বেশ জানাশোনা আছে বলেও জানিয়েছেন হাথুরুসিংহে, ‘ঘরের মাঠে বাংলাদেশ অনেক শক্তিশালী দল। বেশ কিছু সিরিজ জিতেছে তারা। সাম্প্রতিক সময়ে হেরেছে শুধু ইংল্যান্ডের কাছে। বাংলাদেশি খেলোয়াড়েরা কে কেমন করে আমি জানি। কিছু বিষয় নিয়ন্ত্রণে এটি আমাকে সহায়তা করবে।’




ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কা দল 


অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাতিলকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দুষ্মন্ত চামিরা, শেহান মাদুশঙ্কা, আকিলা দনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ওয়ানিডু হাসারাঙ্গা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball