promotional_ad

টাইগারদের বিপক্ষে লঙ্কানদের স্কোয়াড ঘোষণা

promotional_ad

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আর এই স্কোয়াডে ডাক পেয়েছেন তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা মিডিয়াম পেসার শিহান মাদুশাঙ্কা। 


মাদুশাঙ্কার অন্তর্ভুক্তি প্রসঙ্গে নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদমাধ্যমকে বলেন, 'তাঁর বোলিংয়ে যথেষ্ট পেস আছে। আমরা যখন আগামী বিশ্বকাপে খেলতে যাবো, আমাদের সেসময় প্রায় সাত থেকে আটজন পেস বোলার দরকার হবে যারা অন্তত প্রত্যেকে ১৫টি ওয়ানডে খেলেছে। আমরা মাদুশাঙ্কাকে বাছাই করেছি লম্বা সময়ের জন্য তাঁকে ব্যবহার করতে পারবো বলে।'  


এদিকে উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্ডিমালকেও স্কোয়াডে রেখেছেন নির্বাচকেরা। গত ভারত সফরের ওয়ানডে দল থেকে বাদ পরেছিলেন লঙ্কানদের এই টেস্ট অধিনায়ক। এবার এই সিরিজ দিয়ে আবারো প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে তাঁর। তবে শুধু চান্ডিমালই নন, তাঁর সাথে দলে ডাক পেয়েছেন কুশল মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাও।  



promotional_ad

এই সিরিজে লঙ্কানদের অধিনায়ক হিসেবে থিসারা পেরেরার পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের কাঁধে। প্রায় ছয় মাস পর নেতৃত্বভার বুঝে পেলেন ম্যাথিউস।


উল্লেখ্য আগামী ১৭ তারিখ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আর সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ শে জানুয়ারি। এই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং দুটি টি টোয়েন্টির সিরিজ খেলবে লঙ্কানরা। 


ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার স্কোয়াড- 



অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শিহান মাদুশাঙ্কা, আকিলা ধনঞ্জয়া, লক্ষ্মণ সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা।


ছবি- এএফপি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball