promotional_ad

নিষিদ্ধ হওয়ার শঙ্কায় মিরপুর স্টেডিয়াম!

promotional_ad

গত বছরের শুরু থেকে প্রায় অর্ধেক পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ করা হয়। আউট ফিল্ডের মাটি তুলে আবার নতুন ভাবে প্রতিস্থাপন করা হয়। নতুন ঘাসও লাগানো হয়। ফলে, দীর্ঘ সময় পর প্রাণ ফিরে পায় মিরপুর স্টেডিয়াম।




তারপর এখানেই টাইগারদের বিপক্ষে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিরিজ অনুষ্ঠিত হয় ২০১৭ সালের অগাস্ট-সেপ্টেম্বর মাসে। যদিও সিরিজ শেষে,  ঢাকা টেস্টের ম্যাচ রেফারি জেফ ক্রো, মিরপুর স্টেডিয়ামের আউটফিল্ডকে 'খারাপ' বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে অবহিত করেন।




পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ১৪ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। তারপর আর মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ায়নি। তবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে।



promotional_ad



তখন মিরপুরের বাজে উইকেট কঠোর সমালোচনার মধ্যে পড়ে। পিচ নিয়ে সমালোচনা করেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা ও নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিচ ও আউটফিল্ড নিয়ে তামিম ইকবালের 'কঠোর' ভাষার সমালোচনা পছন্দ করেনি। ফলে তাকে, ৫ লাখ টাকা জরিমানা গুণতে হয়েছে।




তারপরও, আউটফিল্ড নিয়ে আইসিসির কাছ থেকে সতর্কতা সংকেত পেয়েছে বিসিবি। একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই।  বোর্ড সভাপতির ভাষ্যমতে, 'পিচ নিয়ে কথা বলতেই পারে ক্রিকেটার কিন্তু আউটফিল্ড নিয়ে কেনো কথা বলবে, আমরা আউটফিল্ড নিয়ে ইতোমধ্যে সতর্কতা সংকেত পেয়েছি। সামনে ডিমেরিট পয়েন্ট পেলে ঢাকার এই স্টেডিয়ামে খেলা বন্ধও হয়ে যেতে পারে নির্দিষ্ট সময়ের জন্য।'





গতকাল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের সংবাদ সম্মেলনে মিরপুরের পিচ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এক প্রশ্নের উত্তরে বলেছেন, 'পিচ বা আউটফিল্ড, মাঠ সংক্রান্ত সবকিছু নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সবসময় সতর্ক। আমরা নিয়মিত তদারকি করি আমাদের আলাদা কমিটিই রয়েছে তারা রিপোর্ট দিয়ে থাকেন।'




মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মনে করেন আইসিসির এই বার্তা তাদের নিয়মিত কাজের অংশ, 'দেখুন কদিন আগেই মেলবোর্নের পিচ নিয়েও প্রশ্ন উঠেছে, এটা আইসিসির নিয়মিত কাজের অংশ। এটা নিয়ে আমরা সতর্ক।' তবে, বোঝাই যাচ্ছে , আসন্ন ত্রিদেশীয় সিরিজে বড় শঙ্কার মধ্যে রয়েছে মিরপুর স্টেডিয়াম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball