হাথুরুসিংহেকে দলের নির্বাচক বানালো শ্রীলঙ্কা!

আন্তর্জাতিক
 হাথুরুসিংহেকে দলের নির্বাচক বানালো শ্রীলঙ্কা!
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

চন্দিকা হাথুরুসিংহেকে সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা দিচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড। প্রধান কোচ বানানোর পরে এবার দলের একাদশ সাজানোর দায়িত্বও দেওয়া হচ্ছে তাকে। রবিবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

মূলত গ্রাহাম লাব্ররয়ের অধীনে চার সদস্য সহ লঙ্কান দলের নির্বাচক প্যানেল। তবে একবার এই পাঁচজন দল ঘোষণার পরে সেখান থেকে সেরা একাদশ তৈরি করবেন হাথুরুসিংহে।

একই দায়িত্ব থাকবে লঙ্কান দলের অধিনায়ক এবং দলের ম্যানেজার আশঙ্কা গুরুসিনহার ওপরে। হাথুরুকে এমন দায়িত্ব দেওয়ার কথাটি মিডিয়াকে জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলান সুমাথিপালা।

মিডিয়াকে তিনি জানান, "হাথুরুসিংহের সঙ্গে আমাদের এই ব্যাপারে কথা হয়েছে। শতভাগ পারফর্মেন্স এনে দেওয়ার জন্য তাকে কিছু ব্যাকআপ আমরা দিতেই পারি।"

তবে এক্ষেত্রে গঠনমূলক কিছু সিদ্ধান্তই নিয়েছে লঙ্কান বোর্ডের হর্তাকর্তারা। সুমাথিপালা বলেন, "অনেক সময় দেখা যায়, কোচ কাউকে বললেন, দ্রুত ২০ রান করে আনো। সে হয়তো ব্যর্থ হবে। কিন্তু নির্বাচকরা ম্যাচের সেই সময়ের কথা বিবেচনায় আনবে না।

"হাথুরুসিংহে যদি এই দায়িত্বে থাকে তবে সে ক্রিকেটারদের সেভাবে সমর্থন করতে পারবে। এটাই আমাদের চিন্তা। কোচকে শতভাগ দেওয়া। একজন ভালো কোচকে পেলে আপনার এভাবেই ব্যবহার করতে হবে।"

ছবিঃ- গেটি ইমেজ

আরো পড়ুন: this topic