তামিমের ব্যাটে বড় রান

আন্তর্জাতিক
তামিমের ব্যাটে বড় রান
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

ত্রিদেশীয় সিরিজের ক্যাম্পের অংশ হিসেবে প্রস্তুতি ম্যাচ খেলছে স্কোয়াডের সদস্যরা। লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে দিবারাত্রির ম্যাচ খেলছে মাশরাফি-সাকিবরা।

লাল দলের নেতৃত্বে আছেন সাকিব আল হাসান। সবুজ দলের সদস্যরা খেলছে মাশরাফির অধীনে। ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ দলের কাপ্তান মাশরাফি। 

আগে ব্যাট করতে নেমে ভালোই সূচনা করেছে সাকিবরা। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ে প্রথম উইকেট জুটিতে লাল দলের স্কোর পঞ্চাশ ছাড়িয়ে যায়।

পাওয়ারপ্লেতে ওভার প্রতি পাঁচ করে রান তুলতেছে এই দুই ওপেনার। তবে মাঝ পথে খেই হারায় লাল দল। বিজয়ের পর দুই অভিজ্ঞ মুশফিক ও সাকিবের উইকেট হারিয়ে বসে লাল দল।

তবে লাল দলের হাল ধরেছেন তামিম ইকবাল। তার সাথে ক্রিজে আছেন রিয়াদ।  শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ ওভারে তিন উইকেটে ১০৮ রান তুলেছে  লাল দল। 

বিসিবি লাল দল-  তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আরিফুল হক, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু।

বিসিবি সবুজ দল-  ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

আরো পড়ুন: this topic