promotional_ad

সেমিফাইনালের লক্ষ্যে দেশ ছাড়লো টাইগাররা

promotional_ad

ব্লাইন্ড বিশ্বকাপ ক্রিকেটের পঞ্চম আসরে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। এবারের আসরে টাইগারদের প্রধাণ লক্ষ্য এই বৈশ্বিক আসরের সেমিফাইনাল খেলা।




ব্লাইন্ড ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসরে বাংলাদেশসহ অংশ নিচ্ছে আরও পাঁচটি দল। দলগুলো হলো, পাকিস্তান, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে যায় লাল-সবুজের ব্লাইন্ড ক্রিকেটাররা।





promotional_ad

বিশ্বকাপের পঞ্চম আসরটি আরব আমিরাত ও পাকিস্তানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে আর বাকি ম্যাচগুলো আরব আমিরাতের মাঠে গড়াবে।




লাহোরে ৮ জানুয়ারির প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। তারপর, ফয়সালাবাদে ৯ জানুয়ারি টাইগাররা নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে স্বাগতিক পাকিস্তানকে।





একই ভেন্যুতে ১০ জানুয়ারি প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ দল। আরব আমিরাতে ১২ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। একই ভেন্যুতে ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা।




৭ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ ব্লাইন্ড দল এবার দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে এই বৈশ্বিক আসরে। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball