promotional_ad

ত্রিদেশীয় সিরিজেও থাকছেন না 'লিটল মাস্টার'?

promotional_ad

বাংলাদেশের রঙ্গিন জার্সি গায়ে সর্বশেষ  ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের লিটল মাস্টার খ্যাত মমিনুল হক। 


তবে এরপর থেকেই ওয়ানডে দলে প্রায় ব্রাত্যই হয়ে রয়েছেন দেশের অন্যতম প্রতিভাবান এই ক্রিকেটার। শুধু তাই নয়,  মমিনুলের নামের পাশে এখন তকমা লাগিয়ে দেয়া হয়েছে টেস্ট ব্যাটসম্যানের। আর সেই কারণেই হয়তো ওয়ানডে দলের জন্য তাঁকে বিবেচনার বাইরেই রাখেন নির্বাচকেরা। 


আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলেও মমিনুলের ডাক পাওয়ার সম্ভাবনা বেশ কম বলে ধারণা করা যাচ্ছে। আর তাঁর আভাস পাওয়া গেল বৃহস্পতিবারই (৪ঠা জানুয়ারি)। এদিন ত্রিদেশীয় সিরিজের আগে অনুষ্ঠিতব্য প্রথম প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


মূলত প্রাথমিক দলে ডাক পাওয়া ৩২ সদস্যের মধ্যে ২৪ জন লাল এবং সবুজ এই দুই দলে ভাগ হয়ে এই ম্যাচটি খেলবেন। ম্যাচটিতে লাল দলের অধিনায়ক হিসেবে থাকবেন সাকিব আল হাসান এবং সবুজ দলের অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ই জানুয়ারি, অর্থাৎ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগের দিন। 



promotional_ad

আর এই দুই দলের একটিতেও জায়গা হয়নি মমিনুল হকের। এই প্রস্তুতি ম্যাচের পারফর্মেন্সের ওপর ভিত্তি করেই ত্রিদেশীয় সিরিজের একাদশ বাছাই করবেন নির্বাচকেরা। সুতরাং প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে ঠাঁই না পাওয়ায় স্বভাবতই প্রশ্ন উঠছে সিরিজে মমিনুলের অন্তর্ভুক্তি নিয়েও। 


এর আগে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে হুট করেই ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন সীমিত ওভারের ক্রিকেট থেকে ব্রাত্য মমিনুল। কিন্তু সেটি তাঁর জন্য অনেকটা সান্তনা হিসেবেই ধরা হয়।


কেননা সেবার ইনজুরি আক্রান্ত তামিম ইকবালের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেলেও একটি ম্যাচেও তাঁকে মাঠে নামায় নি টিম ম্যানেজমেন্ট।  এরপরে হয়তো ত্রিদেশীয় সিরিজ দিয়ে ওয়ানডেতে ফেরার আশা করেছিলেন ২৬ বছর বয়সী এই টাইগার ব্যাটসম্যান। কিন্তু  তাঁর সেই আশা হয়তো গুঁড়ে বালিই হতে যাচ্ছে আবারো।  


বিসিবি লাল দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আরিফুল হক, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, আবুল হাসান রাজু।



বিসিবি সবুজ দল:  ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball