আইপিএল নিয়ে মাথা ঘামাচ্ছেন না সাকিব

আন্তর্জাতিক
আইপিএল নিয়ে মাথা ঘামাচ্ছেন না সাকিব
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে টানা ৭ বছর খেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ১১তম আসরকে সামনে রেখে আইপিএলের নিলামের জন্য সাকিবকে ছেড়ে দিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।

মাস তিনেক পরই বসতে যাচ্ছে আইপিএলের ১১তম আসর। আর এই ১১তম আসরে সব ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৫জন পুরাতন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। যেকারণে সাকিবকে  নিলামের জন্য ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। 

চলতি মাসের ২৭ এবং ২৮ তারিখে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। অনুষ্ঠিত এই নিলামে উন্মুক্ত থাকছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তবে কেকেআর চাইলে নিলামে আবারো তাকে দলে ভেড়াতে পারবে।

আইপিএলের গত আসরেও সাকিবকে তাঁর ২ কোটি ৮০ লাখ রুপির দাম শোধ করে রেখে দিয়েছিল কলকাতা। কিন্তু এবার যে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে আর ধরে রাখবে না আগে থেকেই অনুমান করা যাচ্ছিল।

তবে দল তাকে ছেড়ে দিলেও বিষয়টি নিয়ে মোটেও হতাশ নন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বৃহস্পতিবার টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শেষে সাকিব মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানে তিনি জানিয়েছেন,

'আইপিএলের পরের আসরে কেউ যদি তাকে দলে নাও নেয় সেটা নিয়ে কোন আফসস থাকবেনা তার। তিনি জানান, 'এখানে কেমন লাগার কোন বিষয় নেই। নিলামে নাম থাকবে যদি কেউ পিক করে তাহলে আলহামদুলিল্লাহ্‌। আর না করলে কোন ব্যাপার না।'

অন্যদিকে চলতি মাসের শেষ দিকে অর্থাৎ জানুয়ারির ২৭ এবং ২৮ তারিখে আইপিএলের নিলামে উঠতে আগ্রহ প্রকাশ করা বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম বিসিসিআইকে পাঠিয়েছে বিসিবি। এরা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, সাব্বির রহমান, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আবুল হাসান এবং মেহেদি হাসান মিরাজ। 

আরো পড়ুন: this topic