পাকিস্তানকে টপকে টি-টুয়েন্টির মুকুট ফিরে পেল কিউইরা

আন্তর্জাতিক
পাকিস্তানকে টপকে  টি-টুয়েন্টির মুকুট ফিরে পেল কিউইরা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টি সিরিজেও উইন্ডিজদের দাঁড়াতেই দেয়নি স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ টি-টুয়েন্টিতে কলিন মুনরোর দুর্দান্ত সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১১৯ রানের জয় পায় নিউজিল্যান্ড।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি বৃষ্টি কারণে পরিত্যক্ত হওয়ার ফলে টি-টুয়েন্টি সিরিজে জেসন হোল্ডারদের হোয়াইট ওয়াশ করতে পারেনি কেন উইলিয়ামসনের দল। তবে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে না পারলেও ২-০তে সিরিজ জিতে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ফেরত পেয়েছে নিউজিল্যান্ড।

এতদিন শীর্ষে থাকা পাকিস্তানকে দুইয়ে নামিয়ে দিয়েছে কিউইরা। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের পর এখন ১২৬ রেটিং পয়েন্ট নিউজিল্যান্ডের। ১২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে পাকিস্তান। তৃতীয় স্থানে আছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বি দল ভারত।

গেল বছরের নভেম্বরে শ্রীলংকাকে হারিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। সেবার ভারতকে হটিয়ে এক নম্বর স্থান দখল করে সরফরাজ আহমেদের পাকিস্তান। আর বিরাট কোহলির দল নিউজিল্যান্ডকে হারানোয় এক নম্বর জায়গাটি নিশ্চিত হয়ে যায় সরফরাজ বাহিনীর।

শীর্ষস্থান হারালেও অবশ্য খুব দ্রুত সেটা ফেরত পাওয়ার সুযোগ থাকছে পাকিস্তানের। চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষেই তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আছে তাদের। এক আর দুই নম্বর দলের লড়াইয়ে যারা জিতবে, স্বভাবতই শীর্ষস্থানটা তাদের দখলে যাবে।

আরো পড়ুন: this topic