promotional_ad

মুনরোর বিশ্বরেকর্ডে দাঁড়াতেই পারলো না উইন্ডিজরা

promotional_ad

আরো একবার কিউই তারকা ব্যাটসম্যান কলিন মুনরোর ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব। বুধবার মাউন্ট ম্যাঙ্গানুইয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে ব্যাট হাতে রীতিমত তান্ডব চালিয়েছেন মুনরো। এদিন ১০টি ছক্কা এবং ৩টি চারের সাহায্যে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই কিউই ওপেনার।


আর তাঁর দুর্দান্ত এই ইনিংসে ক্যারিবিয়ানদের সামনে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড়া করাতে সক্ষম হয় স্বাগতিক নিউজিল্যান্ড।


জবাবে ব্যাটিংয়ে নেমে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ সোধির দারুণ বোলিংয়ে ২১ বল আগেই মাত্র ১২৪ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১১৯ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে কিউইরা।  


এই হারে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সফরটিতে হতাশার ষোল কলা পূর্ণ করলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। কেননা সফরে একটি ম্যাচেও এর আগে জয়ের মুখ দেখতে পারেনি তারা।


এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণিত হতে দেননি দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো। 


এই দুই ব্যাটসম্যানের ব্যাটেই মূলত ক্যারিবিয়ানদের ম্যাচ থেকে ছিটকে দেয় কিউইরা। মাত্র ৬৯ বলে ১৩৬ রানের উদ্বোধনী জুটি গড়েন তাঁরা।


ক্যারিবিয়ান পেসার রায়াদ এম্রিটের বলে উইকেটরক্ষক চ্যাডউইক ওয়ালটনের হাতে ধরা পড়ার আগে ৫ চার এবং ২ ছয়ে ৩৮ বলে ৬৩ রান করেন গাপটিল।



promotional_ad

আর এরই সাথে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট তুলে নেন এম্রিট। তবে গাপটিল ফিরে গেলেও থামেনি মুনরোর ঝড়। ১০ ছক্কা এবং ৩ চারে মাত্র ৪৭ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মুনরো। 


ফলে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ শতক হাঁকানোর রেকর্ডটি নিজের করে নেন তিনি। মুনরো ছাড়াও এর আগে দুইটি সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল, এভিন লুইস ও ব্রেন্ডন ম্যাককালাম।


এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে দারুণ শতক হাঁকিয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন কিউই এই বিধ্বংসী ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের বলে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরার পর থামে মুনরো ঝড়।   আউট হওয়ার আগে ৫৩ বলে ১০৪ রান করেন তিনি। 


এছাড়া শেষের দিকে ১৪ বলে ২৩ রান করেন টম ব্রুস। অপরদিকে ৮ বলে ১৯ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আর তাদের সম্মিলিত চেষ্টায় ২০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে কিউইরা।


ক্যারিবিয়ানদের পক্ষে সবথেকে খরুচে ছিলেন জ???রোম টেইলর। ৪ ওভার বোলিং করে ৫৩ রানে মাত্র ১ টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও ৫০ রানে ২টি উইকেট নেন ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। আর আরেকটি উইকেট নেন রায়াদ এম্রিট। 


২৪৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে একেবারে প্রথম বলেই ওপেনার চ্যাডউইক ওয়ালটনকে ফিরিয়ে দেন কিউই পেসার টিম সাউদি। কলিন মুনরোর হাতে কাভার অঞ্চলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় ওয়ালটনকে। 


এরপর টিকতে পারেননি হার্ডহিটার ক্রিস গেইলও। দলীয় ১ রানের মাথায় একই ওভারে সাউদির দ্বিতীয় শিকার হয়ে ফেরেন গেইল। আর এরপর রোভম্যান পাওয়েল ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।



কিন্তু ৪২ রানের মাথায় দারুণ খেলতে থাকা পাওয়েলকে (১৬) কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ বানিয়ে নিজের প্রথম শিকারে পরিণত করেন আনারু কিচেন। পাওয়েল ফিরে গেলেও উইকেটে আশার প্রতীক হয়ে ছিলেন ফ্লেচার।


৩২ বলে ৪৬ রান করে ব্যক্তিগত অর্ধশতকের দিকেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্যে আর পৌঁছানো হয়নি তার। কেননা দলীয় ৮০ রানের মাথায় কিউই স্পিনার ইশ সোধির বলে সরাসরি বোল্ড হয়ে ফিরতে হয়েছে তাঁকে। আউট হওয়ার আগে তিনি মেরেছেন ৩টি ছয় এবং ৪টি চার। 


ফ্লেচার ফিরে গেলে আর কোনো ব্যাটসম্যানই সেভাবে দাঁড়াতে পারেননি। কিউই বোলারদের দাপটে শেষ পর্যন্ত উইন্ডিজদের থামতে গুঁটিয়ে যেতে হয়েছে মাত্র ১২৪ রানেই। ফলে ১১৯ রানের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে কিউইরা।


ক্যারিবিয়ানদের পক্ষে ফ্লেচার ছাড়াও অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ১৫, অ্যাশলি নার্স ১৪ এবং জেরোম টেইলর ১৩ রান করতে সক্ষম হন। আর কিউইদের হয়ে মাত্র ২১ রানে একাই ৩টি উইকেট শিকার করেন পেসার টিম সাউদি। 


এছাড়া ট্রেন্ট বোল্ট এবং ইশ সোধি তুলে নিয়েছেন ২টি করে উইকেট। অপরদিকে নিজের ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেছেন আরেক স্পিনার আনারু কিচেন। 


উল্লেখ্য এর আগে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ৪৭ রানের জয় পেয়েছিলো কিউইরা। এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ক্যারিবিয়ানদের সামনে সুযোগ ছিলো সিরিজ ড্র করার। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্যে ব্যর্থই হতে হলো তাদের।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball