promotional_ad

জিম্বাবুয়ে আসার তিন দিন পর আসবে হাথুরুসিংহেরা

promotional_ad

চলতি মাসের মাঝেই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে এবং শ্রীলংকার বিপক্ষে লড়বে মাশরাফী বিন মর্তোজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ১৫ই জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। 


আসন্ন সিরিজে অংশ নিতে চলতি মাসের ১০ তারিখ বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। আর জিম্বাবুয়ে দল ঢাকায় পৌঁছানোর তিন দিন পর ঢাকায় আসবে হাথুরুসিংহের লঙ্কানরা।


ঢাকায় পৌঁছে ওয়ানডে সিরিজের পূর্বে ১৩ তারিখ বিসিবি একাদশে বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে গ্রেম ক্রিমারের দল। এদিকে ত্রিদেশীয় সিরি???কে সামনে রেখে চলতি সপ্তাহেই টাইগারদের দল ঘোষণা করবেন নির্বাচকরা। 



promotional_ad

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, 'আশা করি ৭ জানুয়ারি ত্রিদেশীয় ক্রিকেটের দল চূড়ান্ত করে ফেলবো।'


অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টোয়েন্টিকে সামনে রেখে এখন প্রস্তুতি ক্যাম্পে নিজেদেরকে ঝালাই করে নিতে ব্যস্ত টাইগার খেলোয়াড়রা। বুধবার থেকে ক্যাম্পে স্কিল ট্রেনিং শুরু হওয়ার কথা রয়েছে মাশরাফী সাকিবদের।




এর আগে গত মাসের ২৭ তারিখ থেকে শুরু  হয়েছে টাইগার প্রস্তুতি ক্যাম্প। ৩২ জন ক্রিকেটার নিয়ে এই ক্যাম্প শুরু হলেও পরবর্তীতে মঙ্গলবার নুরুল হাসান সোহানকে এই স্কোয়াডে যোগ করেন নির্বাচকরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball