promotional_ad

নিউজিল্যান্ডকে হালকা ভাবে নিচ্ছেন না আর্থার

promotional_ad

আসন্ন ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে হালকা ভাবে নিচ্ছেনা সফরকারী পাকিস্তান। এমনটাই জানিয়েছেন পাকিস্তান দলের হেড কোচ মিকি আর্থার। 


বুধবার ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে দুই ওপেনার ফকর জামান এবং আজহার আলীর সেঞ্চুরিতে ১২০ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান।


প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৪১ রান স্কোরবোর্ডে তুলে পাকিস্তান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শাদাব খানের ৪ উইকেটের অবদানে ২২১ রানেই গুটিয়ে যায় কিউই একাদশ। 


প্রস্তুতি ম্যাচের পর চলতি মাসের ৬ তারিখ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। আর প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ আর্থার। তিনি বলেন, ‘দল ভালো অবস্থায় আছে এবং আমাদের প্রস্তুতিও বেশ ভালো। এ ধরনের কন্ডিশনে  যথার্থ প্রস্তুতি আমাদের হয়েছে।’


তবে নিউজিল্যান্ডের মাটিতে সফল হতে হলে সেখানকার কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে বলেও মনে করেন সাবেক এই প্রোটিয়া কোচ। তিনি আরও বলেন,


‘দ্রুতই কন্ডিশনের সঙ্গে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে হবে। উপমহাদেশের বাইরে এমন কন্ডিশনে জিততে পারলেই পাকিস্তান দলের যথার্থতা মিলবে। তবে আমার বিশ্বাস ব্যাটসম্যানরা সফল হবে।’


নিউজিল্যান্ডের কন্ডিশন  উপমহাদেশের খেলোয়াড়দের জন্য সব সময়ই কঠিন উল্লেখ করে দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটসম্যান বলেন, ‘এখানে এসে দলগুলো খুব বেশি জয় পায় না। সুতরাং আমাদের জন্যও কাজটি কঠিন হবে।’



promotional_ad

নিউজিল্যান্ড দলের প্রশংসা করে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব পালন করা  আর্থার বলেন, ‘নিজ কন্ডিশনে নিউজিল্যান্ড খুবই শক্তিশালী দল। সাম্প্রতিক সময়ের ফলাফলের দিকে চোখ রাখলেই  তারা কতটা শক্তিশালী সে প্রমাণ মিলবে। আজকাল প্রতিটি দলই নিজ মাঠে শক্তিশালী।


নিজ হোম কন্ডিশনের চেয়ে বিদেশের মাটিতে জিততে পারলে একটা দলের যথার্থতার প্রমাণ মেলে। সুতরাং সিরিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।'


ওয়ানডে সূচি —


প্রথম ওয়ানডে      ৬ জানুয়ারি (ওয়েলিংটন)


দ্বিতীয় ওয়ানডে     ৯ জানুয়ারি(নেলসন)


তৃতীয় ওয়ানডে     ১৩ জানুয়ারি      (ডানেডিন)


চতুর্থ ওয়ানডে       ১৬ জানুয়ারি (হ্যামিল্টন)



পঞ্চম ওয়ানডে      ১৯ জানুয়ারি (ওয়েলিংটন)


টি-টোয়েন্টি সূচি —


প্রথম টি-টোয়েন্টি  ২ জানুয়ারি (ওয়েলিংটন)


দ্বিতীয় টি-টোয়েন্টি        ২৫ জানুয়ারি (অকল্যান্ড)


তৃতীয় টি-টোয়েন্টি ২৮ জানুয়ারি (মঙ্গানুই)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball