promotional_ad

ভিডিওঃ নেটে লেগ স্পিনার তামিম

promotional_ad

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের ৩২ সদস্যের দল নিয়ে অনুশীলন শুরু হয়েছেন গত ২৭ ডিসেম্বর। ক্যাম্প শুরুর পর প্রথম দিন বিপ টেস্ট হয়েছে দলে থাকা ক্রিকেটারদের।




এরপর প্রতিদিনই ফাস্ট বোলারদের নিয়ে কাজ করেছেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ফাস্ট বোলারদের ব্যাটিং এবং বোলিং স্কিল উন্নয়নের জন্যই দীর্ঘ সময় ঘাম ঝড়িয়েছেন তিনি।




ক্যাম্পের তৃতীয় দিনে ফাস্ট বোলাররা নেটে ব্যাটিং অনুশীলন করলেও সুজন দুই স্পিনার মিরাজ ও অপুদেরকে নিয়ে বোলিংয়ে কাজ করেছেন। এদিকে, অনুশীলন শুরুর দু দিন পর গত রোববার অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।



promotional_ad



এই ড্যাশিং ওপেনার এ কয়দিন জিম আর নেটে নিজের ব্যাটিং ঝালাই করে নিয়েছেন। অনুশীলনে মিরাজ, অপু থেকে শুরু করে সাইফউদ্দিনদেরও মোকাবেলা করেছেন তিনি। তবে মঙ্গলবার ভিন্ন চিত্র দেখা গেল মিরপুরে।




ব্যাট নয় এই টাইগার ওপেনার অনুশীলন করেছেন বল হাতে। একাডেমীর উইকেটে একের পর এক লেগ স্পিন বোলিং করে গেছেন তামিম। তামিমের বোলিং মোকাবেলা করেছেন টাইগারদের আরেক ওপেনার সৌম্য সরকার।





তামিমের বোলিং কাছেই দাঁড়িয়ে দেখেছেন মিরাজরা। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে প্রধাণ কোচ পাচ্ছেন না সাকিব-তামিমরা। তাই টাইগারদের অনুশীলনের নেতৃত্ব দিচ্ছেন দলটির টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।




ভিডিওতে লেগ স্পিনার তামিমঃ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball