স্পিন বোলার সাইফউদ্দিন!

আন্তর্জাতিক
স্পিন বোলার সাইফউদ্দিন!
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বর শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। প্রথমেই টাইগারদের ব্লিপ টেস্ট হয়েছে। তারপর, ক্যাম্পে ডাক পাওয়া পেসারদের নিয়ে আলাদা ভাবে কাজ করেছেন টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

পেসারদের বোলিং ছাড়াও ব্যাটিং ও স্কিল উন্নায়নের জন্য কাজ করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় আজ (রোববার) টাইগারদের দুই স্পিন বোলার মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন অপুকে ঝালাই করেছেন খালেদ মাহমুদ।

এই টেকনিক্যাল ডিরেক্টরের পুরো দিনটাই কেটেছে স্পিন বোলারদের নিয়ে। তবে, তামিম ইকবালকে করা সাইফুদ্দিনের বোলিং দেখে সবার চোখ আটকে গিয়েছিল। কারণ, পেস বোলিং ছেড়ে হাত ঘুরিয়ে স্পিন বোলিং করেছেন তিনি।

এদিকে, আজই অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ক্যাম্পে এসেই ফিটনেসের জন্য ছুটেছেন জিমে। তারপর ব্যাট হাতে মাঠে আসেন তামিম। নেটে না গিয়ে ব্যাট করতে  উইকেটে আসেন, যেখানে অনুশীলন করছিলেন দুই টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন অপু।

তামিম ব্যাট করতে আসলে সাইফুদ্দিনও দুই স্পিনারের সাথে তামিমকে বল করতে শুরু করেন। কিন্তু সবাই অবাক হয়ে দেখতে থাকেন, ফাস্ট বোলার সাইফুদ্দিন তখন ছোট রানাআপ নিয়ে তামিমের দিকে মিরাজদের মতো স্পিন বল ছুঁড়ছেন। 

আজ তামিম ছাড়াও প্রাথমিক দলে ডাক পাওয়া পেস বোলাররা ব্যাটিং অনুশীলন করেছেন আগের দিনের মতো। বাংলাদেশ দলের আরেক ওপেনার সৌম্য সরকারও ব্যাটিং করেছেন অনেকটা সময়। এর আগে সকালে ক্রিকেটাররা নিজেদের মধ্যে ভাগ হয়ে ক্রিকেট ম্যাচ খেলেছেন একটি।

আরো পড়ুন: this topic