promotional_ad

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা এগারোতে দুই বাংলাদেশি

promotional_ad

২০১৭ সালে টেস্ট ক্রিকেটে ভালো সময় কাটিয়েছে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা। বিশেষ করে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান বছর জুড়ে দারুন ফর্মে ছিলেন। ফল স্বরূপ ক্রিকেট অস্ট্রেলিয়ার বছরের সেরা একাদশে সহজেই জায়গা করে নিয়েছেন এই দুই বাংলাদেশি।


এই বছর আট ম্যাচে ৫৫ গড়ে ৭৬৬ রান করেছেন মুশফিক। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি এসেছে মুশফিকের ব্যাট থেকে। সাকিব আল হাসানও ব্যাট হাতে দারুন বছর কাটিয়েছেন। 


সাত ম্যাচ খেলে ৪৭ গড়ে ৬৬৫ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি ও তিনটি ফিফটি এসেছে সাকিবের ব্যাট থেকে। বল হাতেও সফল তিনি। সাত ম্যাচে ৩৩ গড়ে ২৯ উইকেট নিয়েছেন তিনি।


বাংলাদেশ ছাড়াও দক্ষিন আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা সেরা একাদশে জায়গা করে নিয়েছে। ওপেনারদের মধ্যে দক্ষিন আফ্রিকার ডিন এলগার ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে বাছাই করা হয়েছে।



promotional_ad

ভারতের চেতেশ্বর পুজারার জায়গা তিন নম্বরে। অস্ট্রেলিয়া ও ভারতের অধিনায়ক স্মিথ-কোহলি থাকছেন মিডেল অর্ডারে। এর পরেই দুই বাংলাদেশি সাকিব ও মুশফিকের স্থান। অলরাউন্ডার হিসেবে সাকিব থাকছেন ছয় নম্বরে।


দলে উইকেট কিপার ব্যাটসম্যানের দায়িত্বে মুশফিককে এগিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোলিং আক্রমনে ভারতীয় স্পিনার হিসেবে রবিন্দ্র জাদেজার স্থান আট নম্বরে।


ফ্রন্ট লাইন স্পিনারের দায়িত্বে থাকবেন নাথান লায়ন। পেস বোলিং বিভাগে দক্ষিন আফ্রিকার কাগিসো রাবাদা, ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন সেরা একাদশে জায়গা করে নিয়েছে।


ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশঃ



ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পুজারা, স্টিভ স্মিথ, ভিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রবিন্দ্র জাদেজা, কাগিসো রাবাদা, নাথান লায়ন, জিমি অ্যান্ডারসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball