promotional_ad

সোমবার সাব্বিরের অগ্নিপরীক্ষা!

promotional_ad

গত ২১শে ডিসেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে এক কিশোর টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমানকে উদ্দেশ্য করে কিছু একটা বলে। এরপর বিষয়টিকে গায়ে মাখিয়ে মাঠের আম্পায়ারের কাছ থেকে অনুমতি সাপেক্ষে মাঠের বাইরে যায় সাব্বির। 


মাঠের বাইরে গ্যালারিতে গিয়ে সেই ছেলেকে লাঞ্ছিত করেন দেশের এই তারকা ব্যাটসম্যান। এখানেই ক্ষান্ত হয়নি সাব্বির। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুললে তাদেরকেও হুমকি দেন জাতীয় দলের এই ক্রিকেটার।


এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। বিষয়টি খতিয়েও দেখছেন ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা বিষয়ক কর্মকর্তারা। জানা গেছে সাব্বিরের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ডিসিপ্লিনারি কমিটি।


আগামী সোমবার বিষয়টি নিয়ে বৈঠক করে সিধান্ত নিবেন বলে জানান বিসিবি'র ডিসিপ্লিনারি কমিটি সহ-সভাপতি শেখ সোহেল। তদন্ত রিপোর্ট রবিবার নিজেই খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। শেখ সোহেল বলেন, 



promotional_ad

'আগামিকাল (রবিবার) আমি তার (সাব্বির রহমান) তদন্ত রিপোর্ট চেক করব। তারপর সোমবার আমরা বিষয়টি নিয়ে বসব। যদি বৈঠকে সিদ্ধান্ত হয় তাকে ডাকার প্রয়োজন আছে তারপর তাকে ডাকব।' 


সাব্বিরকে দুই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শেখ সোহেল। তবে সাব্বিরের মত তারকা ব্যাটসম্যানের এই ধরনের আচরণে এই বোর্ড কর্মকর্তাও যেন কিছুটা বিরক্ত।  তিনি বলেন, 


'এই ঘটনায় সাব্বিরকে দুই ধরণের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত সে মাঠে উপস্থিত একজন কিশোর দর্শককে লাঞ্চিত করেছে। দ্বিতীয়ত সে ম্যাচ অফিসিয়ালের সাথেও অসদাচরণ করেছে।


আমি নিজেও এই বিষয়ে খুব বিস্মিত হয়েছি যে, এরকম একজন তারকা ক্রিকেটার একটা ছেলের সাথে এরকম নেতিবাচক আচরন করেছে। এমনকি সেই ছেলেটি সাব্বিরের একজন ভক্ত হিসেবে খেলা দেখতে এসেছে।' 



ছবিঃ সংগৃহীত 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball