promotional_ad

তাসকিনের চোখে হাথুরুর চেয়ে সুজন এগিয়ে

promotional_ad

তারকা টাইগার পেসার তাসকিন আহমেদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৪ সালে। তারপর থেকেই জাতীয় দলে নিয়মিত তিনি। মাঝে ২০১৬ সালে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়া ছাড়া বাকি সময়টা বল হাতে দুর্দান্ত ছিলেন এই পেসার।


ক্যারিয়ারের পুরো সময়টা জুড়ে জাতীয় দলের  কোচ হিসেবে পেয়েছেন চান্ডিকা হাথুরুসিংহেকে। সবশেষ দক্ষিন আফ্রিকা সফরে এই লঙ্কান বাংলাদেশ দলের প্রধাণ কোচের পদ থেকে পদত্যাগ করেছেন।


এখন তিনি নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ। এদিকে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর কাম ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।


টাইগার স্পিড স্টার তাসকিন আহমেদ জানিয়েছেন, চান্ডিকা হাথুরুসিংহে ও খালেদ মাহমুদ সুজনের কোচিং দর্শন আলাদা। তাছাড়া, সুজনের সাথে তাসকিনদের বোঝাপড়া জাতীয় দলে আসার আগে থেকেই। ফলে এই টেকনিক্যাল ডিরেক্টরের সাথে শক্তির জায়গাটা নিয়ে কাজ করা সহজ হচ্ছে বলে জানিয়েছেন তাসকিন।


promotional_ad

এই টাইগার পেসারের ভাষ্যমতে, ‘সুজন স্যারের সঙ্গে আমরা বোলাররা যারা আছি তারা ছোটবেলা থেকেই কাজ করছি। এ কারণে তিনি জানেন কার কি শক্তি। আমার যেটা ন্যাচারাল ইনকাটার ছিল, আমি হয়ত সাউথ আফ্রিকাতে আউট সুইং নিয়ে বেশি কাজ করতে গিয়ে মূল শক্তির জায়গায় ফোকাস করতে পারিনি।’


তাসকিনের মতে হাথুরুসিংহের সঙ্গে সুজনের মূল পার্থ্যক্য ভুল শুধরিয়ে দেবার ধরণে, ‘একেকজনের বলার ধরন একেকরকম। উনি (হাথুরুসিংহে) হয়ত রাগ করলে বকাঝকা করতেন, সুজন স্যার...উনিও বকেন কিন্তু আদর করে আবার বুঝিয়ে শুনিয়ে দেন।’


বাংলাদেশ প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত আসরে দূর্দান্ত পারফরম্যান্স করেছেন আবু জায়েদ রাহী, আবু হায়দার রনির মতো তরুণ  পেসাররা। এমন পারফরম্যান্সের সুবাদে আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের ৩২ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তারা।


এছাড়া রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমানরা তো জাতীয় দলের নিয়মিত মুখ। দলে এত পেসারের প্রাচুর্য্যকে চ্যালেঞ্জ হিসেবে মানছেন টাইগার পেস তারকা তাসকিন আহমেদ, ‘এটা তো শুধু এখন না সব সময় চ্যালেঞ্জ ফিল করতাম। যারাই আছে স্কোয়াডে সবাই স্কিলফুল।’


তাদেরকে কী ধরনের ব্যাটিং অনুশীলন করানো হচ্ছে? এ প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘আসলে পজিটিভ ব্যাটিং অনুশীলন করছি আমরা। বাজে বলে বোলারদের পানিশমেন্ট দিচ্ছি। উল্টা-পাল্টা না খেলা। সোজা ব্যাটে খেলা। সব মিলিয়ে অনেক উন্নতি হচ্ছে। আশাকরি, সামনে আমাদের বোলারদের সবাই আরো ভাল ব্যাটিং করবে।’


 সুজন কী ধরনের কাজ করছিলেন সে প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আসলে আমরা সবাই স্কিল নিয়ে কাজ করছিলাম। সেটা মূলতঃ সিম পজিশন ঠিক করার জন্য। যার যেটা ভাল জায়গা সেটা নিয়া কাজ করা। আউট সুইং, ইন সুইং, কাটার- এসব নিয়ে কাজ করা। তেমন বেশি কিছু না। বেসিকটা নিয়ে কাজ করা হচ্ছে। যার যেটা ভাল সেটা নিয়ে এবং তা আরো শক্ত করা নিয়ে সুজন স্যার আমাদের অনুশীলন করাচ্ছিলেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball