promotional_ad

বাংলাদেশের স্মৃতি এখনও নাড়া দেয় হাথুরুকে

promotional_ad

বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে শুরু থেকেই নিশ্চুপ ভূমিকা পালন করে আসছিলেন হাথুরু।


অবশেষে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে  নিরবতা ভেঙ্গেছেন এই লঙ্কান কোচ। সেখানে নানা বিষয় নিয়ে কথা বলেছেন হাথুরুসিংহে। নিজের কোচিং ক্যারিয়ারের স্মরণীয় কিছু মুহূর্তের কথাও উল্লেখ করেছেন তিনি। 


অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং সেন্টারের সামনে হাঁটার সময় একবার একজন তরুণ এসে জড়িয়ে ধরেছিলো তৎকালীন বাংলাদেশ কোচকে। সেই ঘটনার কথা উল্লেখ করে হাথুরু বলছিলেন, 



promotional_ad

'অনেকগুলো স্মরণীয় মুহূর্তই আছে। তবে একটি ঘটনা আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। একবার আমি অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের সামনে হাঁটছিলাম। হঠাৎ একটি তরুণ এসে আমাকে জড়িয়ে ধরল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তাকে সরিয়ে দিয়ে বন্ধনমুক্ত হলাম। তখন সেই তরুণ হেসে আমাকে বলল, 'দেখ, আমি একজন বাংলাদেশি। তুমি আমাদের ক্রিকেটের জন্য যা করেছ, সে জন্য অফিসে আমার মাথা উঁচু হয়েছে। তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।'


তরুণ সেই ছেলেটির কথায় অনেকটাই গর্বিত বোধ করেছিলেন হাথুরুসিংকে। বাংলাদেশের ক্রিকেট জন্য কিছু করতে পেরেছেন ভেবেই নিজেকে ধন্য মনে হয়েছিলো বলে জানালেন তিনি। তিনি বলেন, 


'এটি আমার জন্য অসাধারণ একটি ঘটনা ছিল। আমার মনে হয়েছে, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তাহলে কিছু ভূমিকা আমি রাখতে পেরেছি। একই ধরণের অনুভূতি আমি পেয়েছিলাম ১৯৯৬ বিশ্বকাপ জয়ের পর। তখন শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা আমাদের এভাবেই ভালোবাসত।'



হাথুরু কথা বলেছেন তাঁর কোচিং ক্যারিয়ারের সবথেকে স্মরণীয় মুহূর্ত নিয়েও। কোচিং ক্যারিয়ারের কোনো একটি বিশেষ মুহূর্ত সম্পর্কে বলতে গিয়ে তিনি পি সারা ওভালে তার নিজ দেশ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের মুহূর্তের কথাই তুলে ধরেছেন। তাঁর ভাষ্যমতে,  


'শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয় আমার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। আসলে ম্যাচটি আমার জন্য খুব আবেগের ছিল। কারণ আমি শ্রীলঙ্কার নাগরিক, আর পি সারা ওভাল আমার ঘরের মাঠ। তাছাড়া বাংলাদেশের শততম টেস্ট ছিল সেটি। এমন এক ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়া দুর্দান্ত এক অর্জন। শ্রীলঙ্কা টেস্টে অপেক্ষাকৃত ভালো। আমি ব্যক্তিগতভাবে খুব তৃপ্ত হয়েছিলাম।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball