বেশি ক্রিকেটার সুযোগ দেয়ার ব্যাখ্যায় আকরাম

আন্তর্জাতিক
বেশি ক্রিকেটার সুযোগ দেয়ার ব্যাখ্যায় আকরাম
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

বাংলাদেশ দল চলতি বছর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ১৮ সদস্যের দল নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলো। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সফরের দলেও ৩২ জনকে ডাকা হয়েছে।

দলে অনেক বেশি ক্রিকেটার সুযোগ দেয়ার কারণ হিসেবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এটা করেছেন তারা।

বিশেষ করে বিদেশ  সফরে তারা বেশি ক্রিকেটার সুযোগ দেয়ার চেষ্টা করেন। এর ফলে কোনো ক্রিকেটার ইনজুরি আক্রান্ত হলেও তাদের বিকল্প পেতে খুব বেশি সমস্যা হয় না। এই প্রসঙ্গে আকরাম খান বলেন,

'প্লেয়ার তৈরি করার কাজ কিন্তু আমরা গতবার থেকেই শুরু করেছি। বিদেশ সফরে আমরা বেশি ক্রিকেটার সুযোগ দিয়ে আসছি। কোন ক্রিকেটার যদি ইনজুরিতে পড়ে তাহলে নতুন কেউ সফর করলে যাতে তার বেশি সমস্যা না হয়।'

এদিকে, কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল তিন ফরম্যাটের ক্রিকেটে হোয়াইটওয়াশ হয়। তারপরও আকরাম খান মনে করেন, ঘরের বাইরেও টাইগাররা ভালো খেলতে পারে। এগুলো নিয়ে বাংলাদেশ দল কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করবে বলে জানিয়েছেন এই সাবেক অধিনায়ক। আকরাম খানের ভাষ্যমতে,

'সবাই বলে বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে ভালো খেলে, বাইরে ভালো খেলতে পারে না। বিষয়টা আমরা অনেক কাটিয়ে উঠেছি। আমরা এইসব নিয়ে অনেক কাজ করছি এবং সামনেও করবো। এর জন্য প্লেয়ারদের সব ধরনের সুবিধা নিশ্চিত করছি আমরা।'

উল্লেখ্য, আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল , শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর ১৫ ফেব্রুয়ারি ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেটে।

আরো পড়ুন: this topic