মেলবোর্নেও জেতা হলো না ইংল্যান্ডের

আন্তর্জাতিক
মেলবোর্নেও জেতা হলো না ইংল্যান্ডের
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

জয়ের ক্ষীণ সুযোগ ছিল ইংল্যান্ডের। কিন্তু চতুর্থ দিনের বৃষ্টি ও এমসিজির স্লো উইকেট সেটা হতে দিল না। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের স্বভাব বিরুদ্ধ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাড়মেড়ে ড্র'তে শেষ হয় অ্যাশেজের চতুর্থ টেস্ট। 

ডেভিড ওয়ার্নার ২২৭ বল খেলে ৮৬ রানের ধির গতির ইনিংস খেলেন। মাত্র আটটি চারের মার ছিল প্রথম ইনিংসে আগ্রাসী সেঞ্চুরি করা এই অজি ওপেনারের। সঙ্গী হারালেও স্টিভ স্মিথ অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার ড্র নিশ্চিত করে মাঠ ছাড়েন।

২৭৫ বলে ১০২ রানের ম্যারাথন ইনিংস খেলেছেন অবিশ্বাস্য ফর্মে থাকা স্মিথ। শেষ পর্যন্ত ২৬৩/৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। অ্যান্ডারসন, ব্রড, ওকস, রুট একটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরি অজিদের বড় স্কোরের ভিত গড়ে দেয়। স্মিথ ও শন মার্শ ফিফটি করলেও ইংলিশ বোলাররা স্বরূপে ফেরায় ৩২৭ রানে অল আউট হয় অজিরা।

ব্রড চার উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেন। জিমি তিনটি ও ওকস দুটি উইকেট নেন। জবাবে ব্যাট হাতেও জবাব দেয় ইংলিশরা। এক অ্যালিস্টার কুকের রেকর্ড ভাঙ্গা ২৪৪* রানে ৪৯১ রান তুলে ইংলিশরা।

অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স চার উইকেট শিকার করেন। জস হ্যাজেলউড ও নাথান লায়ন তিনটি  করে উইকেট নেন। পরবর্তীতে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ড্র নিশ্চিত করে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

ব্রিসবেন, অ্যাডিলেড ও পার্থে জয় নিশ্চিত করে ইতিমধ্যে অ্যাশেজ ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে জানুয়ারির চার তারিখ সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। 

আরো পড়ুন: this topic