promotional_ad

সাইফদের উপভোগের দীক্ষা দিলেন মুস্তাফিজ

promotional_ad

২০১৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুব দলের স্কোয়াডে ছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার বিশ্বকাপে অংশ নিয়ে ছয় ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।


যুব বিশ্বকাপ খেলার এক বছরের মধ্যেই জাতীয় দলে জায়গা করে নেয়ার পাশাপাশি আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নেন মুস্তাফিজ। যুব বিশ্বকাপকে সাফল্যের সিঁড়ি বলেও অ্যাখ্যা দিয়েছেন এই পেসার।


বাংলাদেশ দলের এখন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। মুস্তাফিজ যুব বিশ্বকাপে অংশ নেয়ার পর পেরিয়ে গিয়েছে ৪ বছর। আগামী মাসেই আবারো বসবে যুব বিশ্বকাপের আসর।



promotional_ad

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে ইতিমধ্যে নিউজিল্যান্ডে অবস্থান করছেন আফিফ-সাইফরা। আর বাংলাদেশ দলের এই পেসার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার স্মৃতিচারণ করে ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য প্রত্যাশা করেন। 


আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাতকারে চার বছর পূর্বের বিশ্বকাপের কথা স্মরণ করেন এই পেসার। তিনি বলেন, 'আমাদের স্কোয়াডে যে ১৫ জন ক্রিকেটার ছিলেন তাদের ৭ জনই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে। আর আমি যখনই জাতীয় দলে যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা কোন ক্রিকেটারকে পাই আমার খুব ভালো লাগে তখন।' 


এছাড়াও আসন্ন বিশ্বকাপে তরুণদেরকে শুভকামনা জানাতে ভুলেন ফিজ। পাশাপাশি যুবাদেরকে বিশ্বকাপে ভালো করার জন্য উপদেশ দেন এই পেসার। তিনি আরও বলেন, 'বিশ্বকাপে অংশ নেয়ার ফলে আমি আরও বেশী নিজেকে ফিট করে তুলতে পেরেছিলাম।



আর যখন প্রথম জাতীয় দলে খেলি তখন যুব বিশ্বকাপে খেলাই আমাকে অনুপ্রেরনা দিয়েছিলো। আর এবার যুব বিশ্বকাপে যারা অংশ নিচ্ছেন তাদের বলছি, সবার মধ্য থেকে সেরাদের বেঁছে নেয়া হয়েছে। আর তারাই দেশকে প্রতিনিধিত্ব করবে, বিষয়টি খুব গর্বের। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে তাদের এবং খেলাটাকে উপভোগ করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball