promotional_ad

বল টেম্পারিং করেছেন অ্যান্ডারসন?

promotional_ad

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে স্টুয়ার্ট ব্রড বলেছিলেন, এই টেস্টে ফল বের করতে হলে আমাদের রিভার্স সুইংয়ের ব্যবহার করতেই হবে। কারন মেলবোর্নের উইকেট কিছুটা ধীর গতির।


অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে হয়তো রিভার্স সুইংয়ের চেস্টাটা একটু বেশিই করে ফেলেছেন ইংলিশরা। কারন চ্যানেল নাইনের ক্যামেরায় ইংলিশ সুইং মাস্টার জিমি অ্যান্ডারসনকে বলের এক পাশে নখ দিয়ে খোঁচাতে দেখা গেছে।


কমেন্ট্রিতে থাকা গ্রেট শেন ওয়ার্ন বলে বসেন, 'আমি নিশ্চিত নই এটা আঙ্গুলের নখ বলের উপর ব্যবহার করা আইনের মধ্যে পড়ে কিনা।' শেন ওয়ার্নের কো-কমেন্টেটর মাইকেল স্লেটারও চুপ থাকেন নি।



promotional_ad


শেন ওয়ার্নের মন্তব্যের পর সাবেক অজি ওপেনার স্লেটার যোগ করেছেন, 'এটা অবাক করার মত, আপনি বলের উপর নখ ব্যবহার করতে পারেন না। এটা একদমই নিষিদ্ধ।'





আম্পায়াররাও কয়েক দফা বলের আকৃতি পরীক্ষা করে দেখতে বাধ্য হয়েছেন। তবে বড় বিপদ থেকে বেঁচে গেছেন জিমি অ্যান্ডারসন। আইসিসি কর্তার বরাত জানা গেছে, দিনের খেলা শেষে ম্যাচ রেফারির কাছে জবাব দিতে হয়েছে অ্যান্ডারসনকে। 


ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে এই ইস্যুতে কোন শাস্তি দেয় নি। মেলবোর্নের উইকেটে ভালোই রিভার্স সুইং পেয়ে এসেছে ইংলিশ ও অস্ট্রেলিয়ান পেসাররা। বিশেষ করে জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও জস হেজেলউড  রিভার্স সুইংয়ের ফায়দা নিয়েছেন বক্সিং ডে টেস্টে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball