promotional_ad

ব্যাট হাতেও স্বরূপে ফিরবেন মিরাজ

promotional_ad

অনূর্ধ্ব ১৯ দলে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েই জাতীয় দলে ডাক পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু জাতীয় দলে এসেই বনে গেলেন পুরাদস্তুর অফ স্পিনার। বোলিংয়ে মনোযোগ দিতে গিয়ে কি নিজের ব্যাটিংটা ভুলে গেছেন মিরাজ?




না, ভালো ব্যাটিংয়ের তাগিদ আছে এই টাইগার অলরাউন্ডরের মধ্যে। এই অলরাউন্ডার মনে করেন অর্ডারের কারণেই রান পাচ্ছেন না তিনি। তবে, মিরাজ জানিয়েছেন সামনে সুযোগ পেলে ব্যাটিংয়ের উন্নতির চেষ্টা করবেন তিনি।




মিরাজের ভাষ্যমতে, "বাংলাদেশ দলে এখন ব্যাটিং অর্ডার যেমন আছে, তাতে করে আমাকে লেট অর্ডারে ব্যাটিং করতে হবে। কিন্তু আমি হ্যাপি। সামনে উপরে সুযোগ পেলে কামবেক করবো। বর্তমানে হয়তো হচ্ছে না। সামনে সুযোগ পেলে ব্যাটিংয়ে উন্নতি করে উপরে খেলার চেষ্টা করবো। এখন বোলার হিসেবে আছি, এটাতেই আমি সন্তুষ্ট। বোলিং নিয়ে আমি খুশি। আমার কাছ থেকে টিম বোলার হিসেবেই ভালো কিছু চায়।"



promotional_ad



বছরের শুরুতেই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ, তারপর লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। আগামী বছর টাইগারদের ব্যস্ত সূচির আগে শুরুর চ্যালেঞ্জটাই বেশি। এমন চ্যালেঞ্জের সামনেও বাংলাদেশ দল নিয়ে বেশ আশাবাদী মিরাজ।




তিনি জানিয়েছেন, "আমাদের এই বছর অনেক খেলা আছে। আমাদের শুরুর চ্যালেঞ্জটা অনেক বেশি। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেক খেলা আছে। সবচেয়ে বড় কথা সবার ফিট থাকতে হবে। টিমের সবাই ফিট থাকলে সবার মধ্য থেকে সেরাটা বের হয়ে আসে। আমি আশাবাদি আমাদের দলটা ভালো কিছু করবে।"





ব্যক্তিগত লক্ষ্য হিসেবে মিরাজ জানিয়েছেন নিজের শতভাগ দিয়ে খেলবেন তিনি। ত্রিদেশীয় সিরিজের আগে হাতে যে সময় আছে তার মধ্যে নিজেকে তৈরি করতে পারবেন বলেও বিশ্বাস বাংলাদেশ দলের এই সম্ভাবনাময় অলরাউন্ডারের। 




এই প্রসঙ্গে মিরাজ বলেন, "কেমন হতে পারে, এটা বলা কঠিন। চেষ্টা করবো ভালো করতে। আমাদের চেষ্টা থাকতে শতভাগ দিয়ে খেলার। আজকে থেকে ক্যাম্প শুরু হয়েছে। সিরিজের আগে যে কয়দিন আমরা সময় পাই, আশা করি এর মধ্যে আমরা নিজেদের প্রস্তুত করে নিতে পারবো।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball