promotional_ad

আবারও টাইয়ের দুর্দান্ত বোলিংয়ে পার্থের জয়

promotional_ad

বিগ ব্যাশ লিগের (বিবিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্করচার্স এই মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই অ্যান্ড্রু টাইয়ের দুর্দান্ত হ্যাটট্রিকে দারুণ জয় পেয়েছিল। মঙ্গলবার বক্সিং ডেতে দিনের একমাত্র খেলায় আবার টাইয়ের দুর্দান্ত বোলিংয়ে মেলবোর্ন স্টার্সকে হারিয়েছে তারা।




এই ডানহাতি পেসার একাই ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ মেলবোর্ন স্টারসকে ১২৯ রানের বেশি করতে দেননি। এর আগে টস হেরে ব্যাট করে মেলবোর্নের সামনে ১৪৩ রানের লক্ষ্য দাঁড় করায় পার্থ। জবাবে ব্যাটিংয়ে নেমে টাইয়ের বোলিং তোপে ঘরের মাঠ ওয়াকায় মেলবোর্কে ১৩ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পার্থ।




অবশ্য, ম্যাচের শুরুটা মোটেও ভাল হয়নি পার্থের। মাত্র ১০ রানেই তারা টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায়। তারপর, হিলটন কার্টরাইট ও অধিনায়ক অ্যাডাম ভোজেস ৬৫ বলে ৮৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ভোজেস ৩৫ রান করে আউট হন। কার্টরাইট ব্যক্তিগত সর্বোচ্চ ৫৮ রান করেন। ৫৩ বলের এই ইনিংস ৫টি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল।




শেষের দিকে, অ্যাশটন অ্যাগারের ২১ বলে ৩৩ রানের ইনিংসে ২০ ওভার শেষে পার্থের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটের বিনিময়ে ১৪২ রানে। মেলবোর্ন পেসার স্কট বোল্যান্ড ছাড় সবাই উইকেটের দেখা পেয়েছেন। অলরাউন্ডার জেমস ফকনার মাত্র ১৯ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন।





promotional_ad

এই মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভাল শুরু পায়নি মেলবোর্নও। দলীয় ৫৯ রানেই  ৫ উইকেট হারায় তারা। যার মধ্যে তিনটি উইকেটই যায় টাইয়ের দখলে। এরপর রব কুইনি ও ফকনারের ৩৮ রানের জুটি জয়ের আশা জাগালেও। কুইনিকে রান আউট করে এই সম্ভাবনাময় জুটি ভাঙেন ভোজেস। এরপরই খেই হারিয়ে ফেলে মেলবোর্ন।




শেষ ওভারে মেলবোর্নের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। শেষ ওভারে টাইয়ের দুর্দান্ত বোলিংয়ে জয় অধরাই থাকে মেলবোর্নের। টাই মাত্র ৪ রান দিয়ে দুটি উইকেট নেন শেষ ওভারে। যার ফলে ব্যক্তিগত ৫ উইকেটের সাথে দলের জয়ও নিশ্চিত হয়ে যায়। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মেলবোর্নের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রান। ফকনার ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ রানে অপরাজিত থাকেন। টাই মাত্র ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন।




সংক্ষিপ্ত স্কোর-




পার্থ স্করচার্স : ১৪২/৬ (২০ ওভার) (কার্টরাইট ৫৮, ভোজেস ৩৫, অ্যাগার ৩৩*; ফকনার ২/১৯, স্টোইনিস ১/২৭, বিয়ার ১/১৪)।





মেলবোর্ন স্টার্স : ১২৯/৮ (২০ ওভার) (রাইট ২১, কুইনি ২৫, ফকনার ৩৫*; জনসন ১/২৪, রিচার্ডসন ১/২৬, টাই ৫/২৩)।




ফলাফল : পার্থ স্করচার্স ১৩ রানে জয়ী।




ম্যাচসেরা : হিলটন কার্টরাইট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball