promotional_ad

যোগ্যতা দিয়েই হাথুরুসিংহের প্রিয় ছাত্র হয়েছিলেন সৌম্য

promotional_ad

টাইগার ওপেনার সৌম্য সরকার। ক্যারিয়ারের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন সবার। আর ধারাবাহিক ভাবে ভালো খেলে দলে নিজের জায়গা স্থায়ী করে নিয়েছিলেন এই বাঁহাতি। তবে, ব্যাট হাতে চলতি বছরটা খুব একটা ভালো যায়নি তার।




আগ্রাসী ব্যাটিংয়ের ধারটা ধরে রাখতে পারলেও ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেননি তিনি। ঘরের মাঠে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে এই তরুণই ছিলেন নায়ক। এর ফলেই নজর কাড়েন টাইগারদের তৎকালীন কোচ চান্ডিকা হাথুরুসিংহের। পরবর্তীতে এই লঙ্কান কোচের প্রিয় ছাত্রে পরিণত হন সৌম্য।





promotional_ad

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহে এখন সাবেক। সম্প্রতি যোগ দিয়েছেন শ্রীলঙ্কার কোচ হিসেবে। সেই দলটির বিপক্ষেই আগামী মাসে দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। হাথুরু না থাকায় অনেকেই ভাবছেন জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন সৌম্য। কারণ সাম্প্রতিক সময়ে তার ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না।




তবে, সৌম্য সরকার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন ভালো খেললে, দলে জায়গা না পাওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। দলে জায়গা পেতে হলে কোচের প্রিয়পাত্র হতে হবে এই দর্শনটাতেও বিশ্বাসী নন সৌম্য।





তিনি জানিয়েছেন, ‘একটা ক্লাসে স্যার সবাইকে পছন্দ করে না। যাকে পছন্দ করে না সে পেছনে গিয়ে লাগতেই পারে। আমি যদি ভালো না খেলতাম আমি দলেও আসতাম না, আমাকে পছন্দও করত না। আমি যদি স্কুলেই ভর্তি না হই সে (হাথুরুসিংহে) আমাকে কিভাবে পছন্দ করবে। স্কুলে ভর্তি হওয়ার জন্য তো আমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা তো যখন ভালো করেছিলাম তখন কোচ পছন্দ করছে।’




হাথুরুসিংহে কোচ না থাকায় দল থেকে বাদ পড়তে পারেন এমনটাও ভাবছেন না সৌম্য। শেষটা ভালো না হলেও ব্যাট হাতে চলতি বছর বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার তিনিই। তবে সামনেও ভালো খেললে দলে জায়গা পাওয়া কঠিন হবে না বলে মনে করেন সৌম্য, ‘আমি যদি ভালো খেলি আমি দলে থাকবো। কে পছন্দ করে না করে এইগুলা তো জানি না। অনেক মানুষেরই কথা থাকতে পারে। আমি এসব নিয়ে ভাবছি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball