promotional_ad

রুটকে 'ছোটো বালক' বলে খোঁচা পন্টিংয়ের

promotional_ad

অ্যাশেজে টানা তিন ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে ইংল্যান্ডের। মান বাঁচাতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই ইংলিশদের। তাছাড়া, অন্তত এক ম্যাচে জয় তুলে নিতেই হবে জো রুটের দলের হোয়াইটওয়াশ এড়াতে। তবে, ইংলিশদের শেষ সম্মান নিয়ে ফেরা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিং।




জো রুটকে অধিনায়ক হিসেবেও  বড্ড বেমানান বলে মন্তব্য করেছেন এই কিংবদন্তি অজি অধিনায়ক। গত গ্রীষ্মেই  অ্যালিস্টার কুকের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব বুঝে নিয়েছেন রুট। তারপর, তার নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে ইংল্যান্ড।





promotional_ad

কিন্তু অস্ট্রেলিয়ার এসে অ্যাসেজ সিরিজে মুদ্রার উলটো পিঠ দেখতে হচ্ছে এই ইংলিশ দলপতিকে। মাঠে পারফর্ম করতে পারছে না তার দল। অস্ট্রেলিয়ায় টানা আট টেস্টে হেরেছে ইংল্যান্ড। ব্যাট হাতেও  খুব একটা ছন্দে নেই রুট নিজেও। গত ছয় ইনিংসে মাত্র ২টি হাফসেঞ্চুরি পেয়েছেন রুট।




রিকি পন্টিংয়ের মতে অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে যে প্রভাব রাখার কথা রুটের। তা রাখতে পারছেন না ইংলিশ অধিনায়ক। মিডিয়ায় রুটের শান্ত ভাবে কথা বার্তা দেখে পন্টিংয়ের মনে হয়েছে রুট লজ্জা পাচ্ছেন। এমন কঠিন সময়ে রুটের খোলস ছেড়ে বেড়িয়া আসা উচিত বলেও জানিয়েছেন তিনি।





পন্টিং বলেন, 'জো'কে (রুট) মনে হচ্ছে সে ভীষণ চাপে আছে। এমন চাপ সে কখনও অনুভব করেনি। অ্যাশেজের মত লড়াইয়ে এমন চাপ থাকেই। গত সপ্তাহে সে মিডিয়ার সামনে যেভাবে কথা বলেছে; খুবই শান্তভাবে, মনে হচ্ছিল সে কথা বলতে লজ্জা পাচ্ছে। আমার মনে হয়, বড় সময়ে তার এগিয়ে আসা প্রয়োজন।'




রুটকে 'ছোট বালক' বলেও উপহাস করেছেন পন্টিং। এই প্রসঙ্গে তিনি বললেন, 'যেভাবে সে গত সপ্তাহে ম্যাচের পর উত্তর দিয়েছে, এমনকি ব্রিসবেন ম্যাচের পরও; একটা ছোট বালক মনে হয়েছে। একজন অধিনায়ক হিসেবে আপনার কাছে আরও বেশি কিছু আশা করা হয়। বিশেষ করে যখন সময় খারাপ আসে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball