শচিন-লারার মধ্যে একজনকে বেঁছে নিলেন ওয়াকার

আন্তর্জাতিক
শচিন-লারার মধ্যে একজনকে বেঁছে নিলেন ওয়াকার
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ভারতের লিটল মাস্টার শচিন রমেশ টেন্ডুলকার এবং ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারার মধ্যে পার্থক্য করলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস। নিজের দেশের মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং ঈশ্বরকে এগিয়ে রেখে জানিয়েছেন,

"আমি টেন্ডুলকারের বিপক্ষে প্রচুর খেলেছি এবং তার অভিষেক হয়েছিল আমাদের বিপক্ষেই। বছরের পর বছর তাকে পরিপূর্ণ পেশাদার হয়ে উঠতে দেখেছি এবং এরকম প্রতিশ্রুতিশীল খেলোয়াড় আমি আর দেখিনি। 

যাদের বিপক্ষে বোলিং করেছি তার মধ্যে শচীন সেরা এবং তার মুখোমুখি হওয়াটা সবসময়ই ছিল চ্যালেঞ্জিং। আর লারা প্রকৃতিগতভাবে প্রতিভাধর এবং নিজের দিনে প্রতিপক্ষের জন্য বিধ্বংসী হয়ে উঠতে পারে।"

একইদিনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার। তার মতে ব্যাটিংয়ে শচিনের রেকর্ডও ভেঙ্গে ফেলতে পারেন বর্তমানের সেরা ব্যাটসম্যান কোহলি। খেলার প্রতি কোহলির সামর্থ্য জানাতে গিয়ে তিনি বলেছেন,

"যেভাবে সে (বিরাট কোহলি) নিজের ফিটনেস বজায় রাখছে, যেভাবে নিজের খেলাটাকে উপভোগ করছে ও স্কিল লেভেলে ফোকাস রাখছে, আমি মনে করি সামনের বছরগুলোতে সব ব্যাটিং রেকর্ড ভাঙার জন্য সে নির্ধারিত হয়ে আছে। 

আমি যেভাবে দেখছি, তার অনেক ব্যাটিং রেকর্ড অর্জন করা উচিৎ। আমি সবসময় বিশ্বাস করি যদি আপনি শৃঙ্ক্ষলবদ্ধ না হন, বিশেষ করে ক্রিকেটে আপনার কোনো প্রতিভা টিমের জন্য কাজে আসবে না।"

ছবিঃ-ইন্টারনেট


আরো পড়ুন: this topic