promotional_ad

মাশরাফির ক্লাসে সাইফ-আফিফরা

promotional_ad

আগামী মাসের ১৩ই জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রথম দিনেই নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। 


তবে নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিতে নিতে সোমবারই (২৫শে ডিসেম্বর) দেশ ছাড়ছে সাইফ-আফিফরা। আর দেশ ছাড়ার আগের দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শরণাপন্ন হয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা।  


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে টাইগার দলপতির কাছে দীক্ষা নিয়েছেন সাইফরা। বিসিবি একাডেমী ভবনে রবিবার যুবাদের একটি ছোটখাট ক্লাস নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। যেখানে তিনি জবাব দিয়েছেন যুবাদের নানা প্রশ্নের। দিয়েছেন বিভিন্ন পরামর্শও।  


বিশ্বকাপের মিশনে যাওয়ার আগে মাশরাফির মতো একজন দলপতিকে কাছে পেয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত তরুণ ক্রিকেটাররা। অধিনায়ক সাইফ হাসান জানিয়েছেন নিউজিল্যান্ডের মাটিতে কিভাবে খেলতে হবে সেই সম্পর্কেও পরামর্শ দিয়েছেন ম্যাশ। সাইফ বলেন,   



promotional_ad

'মাশরাফি ভাই আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছেন। সেখানে কিভাবে খেলতে হবে। কি করতে হবে তার কিছু ধারণা দিয়েছেন। তার মতো খেলোয়াড়দের থেকে অনুপ্রেরণা পাওয়া অনেক বড় ব্যাপার। তিনি আমাদের খেলাটা উপভোগ করতে বলেছেন। স্বাধীনভাবে নিজের মতো ক্রিকেট খেলতে।'


যুবাদের সাথে কথা বলতে পেরে উচ্ছ্বসিত মাশরাফি নিজেও। তিনি জানিয়েছেন মূলত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার উদ্দেশ্যেই তরুণদের সাথে সাক্ষাৎ করেছেন তিনি।  নড়াইল এক্সপ্রেস বলেছেন,


'মোটিভেশনের কিছু নেই। পরিশ্রম যা করার তা তারা আগেই করেছে। এখন এটা প্রয়োগ করার সময়। আমি যেটা বলেছি যে মানসিকভাবে শক্ত থাকে। হয়তো ওইখানে গিয়ে ভাবতে পারে আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতি আমাদের প্রতিকূলে। এটাই স্বাভাবিক। জাতীয় দল গেলেও তাই থাকে।'


সাইফ-আফিফদের নির্ভার ক্রিকেট খেলার কথাও বলেছেন টাইগার দলপতি। তিনি জানান, 'আমি ওদের মনে আনন্দে ক্রিকেট খেলতে বলেছি। ওরা যত স্বাধীনভাবে খেলবে আনন্দ নিয়ে খেলবে তত ওদের জন্য ভালো হবে।'






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball