promotional_ad

হাথুরুসিংহেকে সুজনের আগাম হুমকি

promotional_ad

মাত্র কয়েকদিন হল শ্রীলংকা দলের দায়িত্ব কাঁধে নিয়েছেন সাবেক টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনেই ভারতের কাছে প্রথম টি-টুয়েন্টিতে পরাজয়ের মুখ দেখেছে লঙ্কানরা।


এই লঙ্কানরাই আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে বাংলাদেশে আসবে। কোচ হাথুরুসিংহের অধীনেই বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং দ্বিপাক্ষিক সিরিজ খেলবে লঙ্কানরা।


তবে হাথুরু বাংলাদেশের দায়িত্ব ছেড়ে লঙ্কানদের দায়িত্ব নিলেও বাংলাদেশের মাটিতে টাইগারদের সামনে দাঁড়াতে পারবেনা হাথুরুসিংহের দল। এমনটাই মনে করেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার এবং সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।



promotional_ad

তার দাবি, শ্রীলংকার চেয়ে বাংলাদেশ অনেক বেশী শক্তিশালী। একাত্তর টেলিভিশনের সাথে আলাপকালে সুজন এমনটাই জানিয়েছেন। তার মতে ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি লঙ্কানদের সাথে টেস্ট সিরিজও জিতবে বাংলাদেশ। তিনি বলেন,


'ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্যকিছু ভাবছিনা, টেস্ট সিরিজও জিততে চাই। টি-টুয়েন্টি সিরিজ বলতে পারছিনা। আমরা এখন অনেক উন্নত দল। আর এই পর্যায়ে এসে প্রতিপক্ষ দল কেমন তার ব্যাপারে আমাদের ধারণা আছে। 


আমরা আমাদের প্ল্যান মত খেলতে পারলে লঙ্কানদের বিপক্ষে আমরাই জিতবো। তবে সঠিক প্ল্যানটাকে বাস্তবায়ন করতে হবে মাঠে। আমরা এখন শ্রীলংকার চেয়ে অনেক অভিজ্ঞ দল। তাই আমরাই এগিয়ে থাকবো।'



এছাড়াও মাশরাফী-সাকিবদের প্রতি আস্থা আছে সুজনের। দল পরিচালনা করতে সিনিয়ররা অনেক সাহায্য করবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, 'মাশরাফীর মত নেতা আছে আমার সাথে।


সাকিব আছে, যার সঙ্গে টানা ২ থেকে ৩ বছর আমি কাজ করছি। দলের অনেকেই আছে যাদের সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক। আশা করছি সবার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবো।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball