promotional_ad

বিজয়ের আরেকটি ডাবল

promotional_ad

বিকেএসপিতে ব্যাট হাতে আবারও নিজেকে প্রমান করেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়। ঢাকা ডিভিশনের বিপক্ষে ওয়ানডে মেজাজে খেলে ম্যাচের তৃতীয় দিন ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন দ্বিশতক।


সাজঘরে ফেরার আগে ২৫১ বলে খেলেছেন ২০২ রানের চোখ রাঙ্গানো ইনিংস। ক্রিজে ছিলেন ৪৪০ মিনিটের মতো। ২০২ রানের ইনিংসটি খেলার পথে বিজয় চার হাঁকিয়েছেন মোট ২৩টি আর ছক্কার সংখ্যা ছিল ৪টি।


এটি চলতি মৌসুমে তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে রংপুরের বিপক্ষে ৩৫৬ বলে ২১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে এদিন বিজয় ডাবল হান্ড্রেড মারলেও ১৭৭ রানে সাজঘরে ফিরেছেন আরেক ব্যাটসম্যান মেহেদি হাসান।



promotional_ad

বিজয় একপ্রান্ত ধরে খেললেও তরুন এই ব্যাটসম্যান ব্যাট হাতে ম্যাচের দ্বিতীয় দিন তান্ডব চালিয়েছেন ঢাকার বোলারদের উপর। আগের দিন ১৬৮ রানে অপরাজিত থেকে খেলা শেষ করা মেহেদি এদিন ফিরেছেন ১৭৭ রান করে। মোহাম্মদ শরিফের বলে ঢাকার দলপতি নাদিফ চৌধুরির হাতে ক্যাচ তুলে দেন তিনি।


অসাধারণ এই ইনিংসটি খেলতে বল খরচ করেছেন মাত্র ১৬০টি। ১১১ স্ট্রাইক রেটে ব্যাট করে খুলনাকে বড় স্কোর গড়ার ভিত গড়ে দেন এই ডানহাতি ব্যাটসম্যান।বিজয় এবং মেহেদি মিলে ২৯৫ রানের জুটি গড়েন। তবে মেহেদির বিদায়ের পর ম্যাচে ফিরে ঢাকা।


ঢাকার দুই বোলার মোহাম্মদ শরিফ এবং শুভাগত হোমের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেটে থিতু হতে পারেননি আর কেউই। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৫৯ রানে ইনিংস ঘোষণা করে খুলনা।



খুলনার চেয়ে ৩৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ঢাকা। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত স্কোরবোর্ডে কোন রান যোগ করেনি তারা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে অল আউট হয় ঢাকা।


ক্যারিয়ার সেরা ২৪ রানে সাত উইকেট শিকার করেন খুলনার স্পিনার মেহেদি হাসান মিরাজ। উইক???টের দেখা পান মুস্তাফিজুর রহমানও। টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি। একটি উইকেট নেন অভিজ্ঞ আব্দুর রাজ্জাক। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball